Advertisement

বিজেপির 'সমাধান' কর্মসূচি ঘোষণা শোভনের, মিডিয়া সামলাবেন বৈশাখী

সব জট কাটিয়ে এবার আসরে নামলেন শোভন। এই প্রথম সাংবাদিক বৈঠকে একসঙ্গে আসেন শোভন-বৈশাখী। এদিন সাংবাদিক সম্মেলন থেকে শোভন চট্টোপাধ্যায় বলেন, "কলকাতায় একাধিক র‍্যালি ও জনসভার আয়োজন করতে চলেছে বিজেপি।

শোভন-বৈশাখী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jan 2021,
  • अपडेटेड 4:11 PM IST
  • দলীয় কার্যালয় থেকে একাধিক কর্মসূচি ঘোষণা শোভন চট্টোপাধ্যায়ের
  • ২২ জানুয়ারি বাগবাজার থেকে মহাজাতিসদন এবং ২৭ তারিখ বারুইপুরে মিছিল এবং জনসভা হবে
  • কলকাতা জোনের মিডিয়া সামলাবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

একুশের ভোটের দামামা বাজতেই বৃহস্পতিবার বিজেপির দলীয় কার্যালয় থেকে একাধিক কর্মসূচি ঘোষণা শোভন চট্টোপাধ্যায়ের। কলকাতা জোনে তাঁকেই দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সব জট কাটিয়ে এবার আসরে নামলেন শোভন। এই প্রথম সাংবাদিক বৈঠকে একসঙ্গে আসেন শোভন-বৈশাখী। 

এদিন সাংবাদিক সম্মেলন থেকে শোভন চট্টোপাধ্যায় বলেন, "কলকাতায় একাধিক র‍্যালি ও জনসভার আয়োজন করতে চলেছে বিজেপি। পদ্ম শিবিরের প্রতি মানুষের এ ভালোবাসা থেকেই এই কাজ। ১৮ জানুয়ারি ডায়মন্ড জেলাতে পরিক্রমা। ২১ তারিখ সুন্দরবনের রায়দিঘিতে অনুষ্ঠান। ২২ জানুয়ারি বাগবাজার থেকে মহাজাতিসদন এবং ২৭ তারিখ বারুইপুরে মিছিল এবং জনসভা হবে।"

এরপর শোভন জানিয়ে দেন, কলকাতা জোনের মিডিয়া সামলাবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে কোঅর্ডিনেট করবেন শিক্ষিকা। কিষাণ সুরক্ষা অভিযান নিয়েও কর্মসূচি গ্রহণের কথা জানালেন শোভন। এদিন সাংবাদিক সম্মেলন থেকেই গুরুতর অভিযোগ জানালেন বিজেপি নেতা। তিনি বলেন, ''শ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়ে টেলিফোনে আড়ি পাতা হচ্ছে। সুতরাং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।'' 

নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে দলের উদ্দেশে শোভনের বক্তব্য, ''মাছের চোখ নির্দিষ্ট করতে হবে। মানুষ যাতে ব্যালট পর্যন্ত পৌঁছতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি মানুষ কেড়ে নিয়েছে বিজেপি সেটাকেই সংরক্ষণ করবে। মাসেল পাওয়ারে ভোট করাতে পারবে না তৃণমূল।'' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement