Advertisement

EXCLUSIVE: মধ্যমায় কাস্তে-হাতুড়ি বিতর্ক, নেইল আর্ট প্রসঙ্গে কী বললেন শ্রীলেখা?

নির্বাচনের আগে বহু ক্ষেত্রেই এক ভিন্ন বার্তা দিয়ে বাম-কংগ্রেসের ব্রিগেড। অন্তত তেমনটাই মনে করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজেও উপস্থিত ছিলেন ব্রিগেডে। এ ছাড়াও টলিউডের আরও বহু নামী মুখকেও দেখা গিয়েছে মঞ্চে। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের একবার বিতর্কের জন্ম দিয়েছে তাঁর একটি সোশাল পোস্ট।

শ্রীলেখা মিত্র, সৌজন্য ফেসবুক
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 28 Feb 2021,
  • अपडेटेड 5:28 PM IST
  • পোস্টে দেখা যাচ্ছে, তিনি বাঁ হাতের মধ্যমায় কাস্তে-হাতুড়ি-তারার একটি নেই আর্ট করেছেন। এবং মধ্যমা তুলেই সোশালে সেই ছবি পোস্ট করেছেন
  • শ্রীলেখার সোজাসাপ্টা জবাব, 'আমি এটা নেইল আর্ট করেছি। যদি কেউ কিছু মনে করেন আমার কিছু করার নেই। আমি তো কাউকে কিছু বলিনি।'
  • আমি প্রথমবার ব্রিগেডে এসেছি। এটাকে সফল ব্রিগেড ছাড়া অন্য কিছু বলতে পারছি না। কাকতালীয়ভাবে আমার ডাক নামও টুম্পা, তাই প্যারোডি ভালোই লেগেছে।

২৮ ফেব্রুয়ারির ব্রিগেড নিয়ে আগে থেকেই উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। নির্বাচনের আগে বহু ক্ষেত্রেই এক ভিন্ন বার্তা দিয়ে বাম-কংগ্রেসের ব্রিগেড। অন্তত তেমনটাই মনে করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজেও উপস্থিত ছিলেন ব্রিগেডে। এ ছাড়াও টলিউডের আরও বহু নামী মুখকেও দেখা গিয়েছে মঞ্চে। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের একবার বিতর্কের জন্ম দিয়েছে তাঁর একটি সোশাল পোস্ট।

পোস্টে দেখা যাচ্ছে, তিনি বাঁ হাতের মধ্যমায় কাস্তে-হাতুড়ি-তারার একটি নেইল আর্ট করেছেন। এবং মধ্যমা তুলেই সোশালে সেই ছবি পোস্ট করেছেন। যা নিয়ে বিতর্ক দানা বাঁধছে। তবে শ্রীলেখার সোজাসাপ্টা জবাব, 'আমি এটা নেইল আর্ট করেছি। যদি কেউ কিছু মনে করেন আমার কিছু করার নেই। আমি তো কাউকে কিছু বলিনি।' ব্রিগেডের সাফল্য নিয়ে অভিনেত্রীর মন্তব্য, 'আমি প্রথমবার ব্রিগেডে এসেছি। এটাকে সফল ব্রিগেড ছাড়া অন্য কিছু বলতে পারছি না। কাকতালীয়ভাবে আমার ডাক নামও টুম্পা, তাই প্যারোডি ভালোই লেগেছে। আমার বিশ্বাস এ বার বামেদের বিজয় আসবে।'

 

We are red dddddyyyy

Posted by Sreelekha Mitra on Saturday, 27 February 2021

তা হলে আগামী দিনে কি প্রার্থী হিসাবে দেখা যাবে শ্রীলেখাকে? জবাবে তিনি বলেন, 'এমন কোনও খবর আমার কাছে নেই। আর সবচেয়ে বড় বড় কথা আমার ইচ্ছেও নেই। কারণ আমার কোনও দিনই ক্ষমতার লোভ ছিল না।' এর আগেও তিনি আজতক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, 'বিকল্প একটাই, বামপন্থা! অনেক লুটোলুটির রাজনীতি আমরা দেখে নিয়েছি। বাম সরকারের তো পতন হয়েছিল ৩৪ বছর পর এবং তাঁদের নিশ্চই ভুল ছিল বলে মানুষ পরিবর্তন এনেছিলেন। এইবারে যেন মানুষ আবার একটা পরিবর্তন ঘটায়। আমার নিশ্চিত ধারণা যে, যেই অনুযোগ, অভিযোগগুলো ছিল, বামেরা এতদিনে সেটার সংশোধন করে নিয়েছে এবং তাঁরা আরও পরিণত ও শক্ত ভাবে সরকার চালাতে পারবে। সাধারণ মানুষের পাশে থাকতে পারবে আরও বেশি করে।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement