শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরেই মদন মিত্রের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই সব জল্পনা উড়য়ে তিনি পুরনো দলেই রয়েছেন এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন মদন। এবার প্রকাশ্য শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন পরবিহনমন্ত্রী। এমনকি নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে ভোটযুদ্ধে ড়তে চান এমন হুঙ্কারও দেন মদন। পাশাপাশি আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিখ্যাত বাংলা সিনেমার ডায়লগের অনুকরণে মদনকে বলতে শোনা যায়, "মারব এখানে লাশ পরবে শ্মশানে।"
বিধানসভা নির্বাচনের আগে প্রতিদিনই শাসক শিবিরকে নিশানা করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার ভাঙড়ের বামনঘাটা চা চক্রে একাধিক ইস্যুতে রাজ্যকে বেঁধেন বিজেপি রাজ্য সভাপতি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রীতিমতো হুঙ্কার ছুড়ে বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না।” জ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগকে হাতিয়ার করেই শাসকদল তৃণমূলকে হুঁশিয়ারি দিতে দেখা যায় দিলীপকে। আর এর অনতিবিলম্বর পরেই দিলীপকে আক্রমণ শানাল মদন। 'মারব এখানে লাশ পরবে শ্মশানে', দিলীপকে প্রকাশ্য়ে এমন হুমকি দিতে শোনা যায় মদনকে। তিনি যে তৃণমূলেই আছেন তা বোঝাতে 'যেদিন চলে যাব, দেহের উপর যেন একটা জোড়াফুলের পতাকা থাকে, শুধু এটুকুই চাহিদা' এমন বক্তব্য রাখতেও দেখা যায় রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রীকে।
এদিন পানিহাটিতে তৃণমূলের মঞ্চে শুভেন্দু অধিকারী, মুকুল রায়কে পলাশির ইতিহাসখ্যাত বিশ্বাসঘাতক জগৎ শেঠ, উমিচাঁদদের সঙ্গে তুলনা করতেও দেখা গেল মদন মিত্রকে। স্বমহিমায় মদন মিত্রকে রীতিমতো তুলোধনা করতে দেখা যায় সজ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে। বলেন, শুভেন্দু কোনও বাঘ নয়, ওঁরা কাগুজে বাঘ। শুভেন্দু সম্পর্কে মদন মিত্ররও পর্যবেক্ষণ, হেলিকপ্টারে নিয়ে তিনি মুর্শিদাবাদ, মালদহ গিয়েছেন। অপব্যবহার করেছন ক্ষমতার, কিন্তু দলকে পাল্টা ফেরত দেননি। মদন মিত্রের উবাচ, বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করব। না হলে চিরদিনের জন্য পার্টি ছেড়ে চলে যাব। এর পরেই নন্দীগ্রাম প্রসঙ্গে আসেন মদন মিত্র। তিনি চ্যালেঞ্জ করেন, "যদি শুভেন্দু অধিকারীর হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ান, আমি পার্টি নেতৃত্বকে বলব নন্দীগ্রামে দাঁড়াতে চাই।" এর আগে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সাংসদের স্ত্রী সুজাতা মম্ডল খাঁও জানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চান।