Advertisement

অনেকে যোগাযোগ করলেও TMC ছাড়ছি না, নিজের অবস্থান স্পষ্ট করলেন সাধন

রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pandey)-র মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। শনিবার আসানসোল (Asansol)-এ তিনি দাবি করেছেন, বিভিন্ন দল ও সংগঠন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি তৃণমূল (TMC) ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন।

রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে। ছবি সৌজন্য: টুইটাররাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে। ছবি সৌজন্য: টুইটার
অনিল গিরি
  • আসানসোল,
  • 16 Jan 2021,
  • अपडेटेड 9:20 PM IST
  • রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডের মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে
  • শনিবার আসানসোলে তিনি দাবি করেছেন, বিভিন্ন দল ও সংগঠন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে
  • তবে তিনি তৃণমূল ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন

রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pandey)-র মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। শনিবার আসানসোল (Asansol)-এ তিনি দাবি করেছেন, বিভিন্ন দল ও সংগঠন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি তৃণমূল (TMC) ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন।

এদিন সাধন পাণ্ডে (Sadhan Pandey) বলেন, আমাকে  রামকৃষ্ণ মিশন-সহ অনেক ধর্মীয় সংগঠন ও বিভিন্ন দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। কিন্তু আমি স্পষ্ট ভাবে জানাতে চাই, এখন যেখানে আছি, সেখান থেকেই মানুষের কাজ করতে আগ্রহী।

আসানসোলের সবলা মেলা (Sabala Mela)-র উদ্বোধনে এসে রাজ্যের স্বনির্ভর, স্বনিযুক্তি দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে স্পষ্ট জানিয়ে দিলেন দলবদল তিনি করবেন না। এদিনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সাধন পান্ডে বলেন, এক বছর আগেও বিরোধীদের অপপ্রচার আর মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পরাজিত করে দিয়েছিল।  কিন্তু আমার বিশ্বাস ছিল এত মানুষ হয়ে কাজ করেছে এই সরকার। এই মানুষ এভাবে মুখ করে নিতে পারে না। অর্থাৎ তৃণমূলেই থাকছেন ও তৃণমূলই আগামী দিনে সরকার গঠন করছে। সবলা মেলার মঞ্চ থেকে জানালেন মন্ত্রী। তাঁকে নিয়ে যাবতীয় দলবদলের জল্পনা ও বিতর্ক শুরু হয়েছিল, তা জল ঢেলে দিলেন তিনি।

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার হিড়িক পড়েছে যেন। দলের একের পর এক নেতা-মন্ত্রী ছেড়ে চলে যাচ্ছেন। এর পাশাপাশি দলের নেতাদের মন্তব্যে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দল ছেড়েছেন। তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর ভাই সৌমেন্দু তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছে বিজেপিতে। এর পাশাপাশি সাম্প্রতিক অতীতে দল ছেড়েছেন মুকুল রায় শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, শীলভদ্র দত্ত, মিহির গোস্বামীর মতো নেতারা।

এর পাশাপাশি অনেকে দলে থেকে যে মন্তব্য করছেন, দলের বিরুদ্ধে যে কথা বলছেন, তার ফলেও সমস্যা তৈরি হচ্ছে। রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্যায় এই রকম আচার-আচরণ করছেন। হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, তৃণমূল সাংসদ শতাব্দী রায় কিছু মন্তব্য করেছেন। তারপর থেকে তাঁদের আলোচনা শুরু হয়েছে। একই অবস্থা সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়ের ক্ষেত্রেও।

Advertisement
Read more!
Advertisement
Advertisement