বারাকপুরের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রীও।
প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ যোগ দিলেন বিজেপিতে।
কাল ভোট পশ্চিম মেদিনীপুরে। কেশপুরে অর্ধেক বুথই স্পর্শকাতর বলছে কমিশন।
ডোমজুড়ে প্রচারের সময় বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাল তৃণমূল।
নদিয়ার রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, ছিড়ে মাটিতে ফেলা হলো বিজেপির ফেস্টুন ব্যানার। অভিযোগের তীর তৃনমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বেহালা পূর্ব বিধানসভার বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার প্রচারে বেরিয়ে আজ ১৪২ নম্বর ওয়ার্ডে টোটো করে রোড শো করলেন।
জলপাইগুড়িতে বিজেপির হয়ে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। হাওড়ায় প্রচারে নামছেন তৃণমূল সাংসদ দেব।
কামারপুকুরে আজ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভা। তার আগেই সাতসকালে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর অঞ্চলের হরিহর গ্রামে।
সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত বনহুগলিতে বিজেপির প্রচার গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আজ তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে। এরপর সিঙ্গুরের রতনপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী। তৃতীয় জনসভাটি রয়েছে হাওড়ার পাঁচলায়।
উত্তরবঙ্গে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে কোচবিহারের সিতাইয়ে জনসভা করবেন। দ্বিতীয় সভাটি রয়েছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। এরপর কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ রাজ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বেলা সাড়ে এগারোটা নাগাদ হুগলির ধনিয়াখালিতে জনসভা করবেন তিনি। এরপর দুপুর একটায় পুরশুড়ায় রোড শো রয়েছে। বেলুড় মঠ পরিদর্শনের পর হাওড়ার শিবপুরে সাংগঠনিক সভা করবেন নাড্ডা।
বাংলায় আজ ভোট প্রচার রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। স্মৃতি এদিন চারটি সভা রয়েছে। সকাল ১১ টায় হাওড়ায় শ্যামপুরে সভা করবেন। এরপরই হাওড়ারই বাগনানে সাড়ে বারোটা নাগাদ সভায় ভাষণ দেবেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ও হুগলির তারকেশ্বরে জনসভা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর।
বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার জন্য সোমবার বিকেলেই প্রচার শেষ হয়েছে বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার ৩০টি বিধানসভা কেন্দ্রে। কাল ভোট হবে একুশের সবচেয়ে হাইপ্রফাইল কেন্দ্র নন্দীগ্রামেও। সেদিকেই এখন বাংলা নয় গোটা দেশের নজর। এই আবহে আজ ভোট প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হাওয়ায় কর্মসূচি রয়েছে তাঁর।