Advertisement

TMC Candidate List: টিকিট না পেয়ে দল ছাড়ার পথে TMC-র দীনেশ, হাজির মুকুল দরবারে

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূল ছাড়ছেন। তবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, তা খোলসা করেননি।

বিজেপি নেতা মুকুল রায় এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ
অরিন্দম ভট্টাচার্য
  • বিধাননগর,
  • 05 Mar 2021,
  • अपडेटेड 10:12 PM IST
  • টিকিট না পেয়ে ক্ষোভ
  • দল ছাড়তে চলেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ
  • শুক্রবার তিনি দেখা করেন বিজেপি সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে

টিকিট না পেয়ে ক্ষোভ! দল ছাড়তে চলেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। শুক্রবার তিনি দেখা করেন বিজেপি সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূল ছাড়ছেন। তবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, তা খোলসা করেননি।

এদিন দীনেশ বলেন, আমি এখনও ঠিক করিনি দলবদলের ব্য়াপারে। তবে এটা ঠিক, আমি দল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তবে দলবদল করার আগে আলোচনা করার দরকার আছে। এটা ঠিক, আমি তৃণমূল ছেড়েছি।

তিনি দাবি করেন, আমি সব দলের কাছে থেকে প্রস্তাব পেয়েছি তাদের দলে যোগ দেওয়ার ব্য়াপারে। তবে সেখানে যোগ দেব কিনা, তা ঠিক করব। আমি কাজ করেছি।

তাঁর আক্ষেপ, তবে আগমি গত দশ বছর ধরে সংসদীয় রাজনীতি করার সুযোগ গত ১০ বছর ধরে পাচ্ছি না। ২০১১ সাল থেকে তা পাচ্ছি না।

এবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক নতুন প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল। সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। নন্দীগ্রাম থেকেই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গে গঠন করা হবে বিধান পরিষদ। দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজারহাটে অদিতি মুন্সি, শিবপুর মনোজ তিওয়ারি, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী লড়বেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement