'টলিউডে মাফিয়ারাজ চলছে' এমনই সব বিতর্কিত মন্তব্য করছেন BJP নেতারা। তার প্রতিবাদে রবিবার সকালে পথে নামেন স্টুডিও পাড়ার শিল্পী ও কলা কুশলীরা। মিছিলে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস-সহ তৃণমূলের কর্মী সমর্থকরাও। যাঁরা সেই মিছিলে উপস্থিত ছিলেন না, তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন টালিগঞ্জের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়।
প্রমাণ হিসেবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন বাবুল। সেখানে তিনি স্বরূপ বিশ্বাস ও অপর্ণা ঘটকের একটি পোস্ট তুলে ধরেছেন। সেখানে লেখা, 'ফেডারেশনকে কালিমালিপ্ত করার প্রতিবাদে আজ ৪ঠা এপ্রিল ২০২১ এ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস্ অ্যান্ড ওয়ার্কার্স্ অফ ইস্টার্ন ইন্ডিয়া যে ধিক্কার মিছিলের আয়োজন করেছিল তাকে *সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য এবং তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের জন্য আমি আপনাদের সবাই কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ যেভাবে সমস্ত কলাকুশলী নিজেদের অপমানের বিরোধিতা করতে ফেডারেশনের পাশে দাঁড়িয়েছেন তা প্রশংসনীয়।'
'এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতাজ্ঞাপনের মধ্যেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সমস্ত স্বনামধন্য কলাকুশলীরা যেমন ডিরেক্টর,আর্ট ডিরেক্টর, ক্যামেরা পার্সন, মেকআপ আর্টিস্ট প্রমুখরা আজকের এই ঐতিহাসিক মিছিলে যোগদান করলেন না, ফেডারেশনের অপমানের বিরোধিতা করলেন না, আগামীদিনে ফেডারেশন তাদের নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করবে।'
স্বরূপ বিশ্বাসের লেখা সর্বশেষ দুটি লাইন নিয়ে আপত্তি জানিয়েছেন বাবুল। তাঁর দাবি, এই পোস্টের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে কলা-কুশলীদের। তাঁর আরও সংযোজন, 'মজার ব্যাপার এই যে, এই দুই ভাই যারা নিজেদের 'সর্বশক্তিমান বাহুবলি' মনে করেন, তাঁরা জানেন না যে, ধমকি দিয়ে, ভয় দেখিয়ে, জোর করে যাঁদের ওনারা গতকালের মিছিলে টেনে নিয়ে এসেছিলেন, তাঁরা এই দুই 'ভাই'এর অত্যাচারে তিতিবিরক্ত এবং চূড়ান্ত অসন্তুষ্ট - এঁরাই এই দুই ভাইকে শুধু টালিগঞ্জ পাড়া ছাড়া করবেন তাই নয়, বিধানসভার নির্বাচনেও 'চুপ চাপ পদ্মে ছাপ' দিয়ে #TMchhi কে বিপুল ভোটে পরাস্ত করবেন !! আসন্ন দোসরা মে আমার কথাগুলি মিলিয়ে নেবেন !!'
প্রসঙ্গত, নির্বাচন ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত টালিগঞ্জের শিল্পীরা। অনেকেই তৃণমূল ও BJP-তে যোগ দিয়েছেন ও কাদা ছোড়াছুড়ি করছেন। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে একে অপরকে আক্রমণের পালা।