Advertisement

West Bengal Election 2021: বর্ধমানে আদি বনাম নব্য বিজেপি দ্বন্দ্ব! 'দাবি না মানা হলে নির্দল প্রার্থী,' বর্ধমানে দেওয়াল হুঁশিয়ারি

বর্ধমানে ক্রমশ প্রকাশ্যে আসছে বিজেপির আদি বনাম নব্য দ্বন্দ্ব। বিভিন্ন জায়গায় দেওয়াল লেখা সামনে আসছে। সেখানে আদি বিজেপি বলে জানানো হচ্ছে। কয়েকদিন আগেই বর্ধমানে ঘোড়দৌড় চটি এলাকা আদি বনাম নব্য বিজেপি সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়।

বর্ধমানে বিজেপিতে আদি বনাম নব্য সংঘাত।
সুজাতা মেহরা
  • বর্ধমান,
  • 21 Feb 2021,
  • अपडेटेड 11:08 AM IST
  • বিজেপির আদি বনাম নব্য সংঘাত
  • দেওয়াল লিখন বিজেপির আদি কর্মীদের
  • নির্দল হয়ে দাঁডা়নোর হুমকি

বর্ধমানে ক্রমশ প্রকাশ্যে আসছে বিজেপির আদি বনাম নব্য দ্বন্দ্ব। বিভিন্ন জায়গায় দেওয়াল লেখা সামনে আসছে। সেখানে আদি বিজেপি বলে জানানো হচ্ছে। কয়েকদিন আগেই বর্ধমানে ঘোড়দৌড় চটি এলাকা আদি বনাম নব্য বিজেপি সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়। কিন্তু তার পরেই দলের গোষ্ঠীদ্বন্দ্বের রেশ টানা যায়নি। দাবি মানা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি আদি কর্মীরা।

আরও পড়ুন, পামেলা, নাড্ডা-পরপর বিতর্কে নাম জড়াচ্ছে রাকেশ সিং-এর, কে এই বিজেপি নেতা?

কী বলছেন আদি নেতারা

নন্দন সিনহা নামে এক বিজেপি কর্মী জানান, ব্লক এবং জেলাস্তরে সে সমস্ত আদি বিজেপি কার্যকর্তা কাজ করছে তাদের কোন মান্যতা দেওয়া হচ্ছে না। তার বদলে টাকার বিনিময় নতুন যারা অন্যান্য দল থেকে যোগ দিয়ে এসেছে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাদেরকে পদ দেওয়া হচ্ছে।  আমরা বিজেপির সেই সময়কার কর্মী যখন এই দলে মাত্র ২ শতাংশ ভোট ছিল। দেওয়াল লেখার জন্য লোক পাওয়া যেত না। এখন বিজেপি একটা ভালো জায়গায় চলে আসার পর আমাদেরকে অবহেলা করছে। আমরা যদি এই গ্রামে জনসভা করি তাহলে কত লোক হবে বুঝতে পারছেন দেওয়াল লিখনের লোক সংখ্যা দেখে। এই লোক সংখ্যা জেলা সভাপতি সন্দীপ নন্দীর  জনসভাতেও হয়নি।  আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণ রূপে জেলা সভাপতি সন্দীপ নন্দীর জন্যই হচ্ছে। কিন্তু যদি আদি বিজেপিকে প্রতীক দেওয়া না হয়, তাহলে  রুখে দাঁড়াবে বিজেপির বিরুদ্ধে মানুষ এবং আমরা পুরনো বিজেপি কর্মীরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নির্দল প্রার্থী দেব।

নব্য বনাম আদি সংঘাত

অন্যদিকে এবিষয়ে পূর্ব বর্ধমান জেল সম্পাদক শ্যামল কুমার রায় জানান, আমাদের দলে একটা নীতি রয়েছে , যেখানে ব্যক্তির থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড় । এটা কার্যকর্তাদের তাদের জানা উচিত এবং যারা এটা মেনে চলে তারাই আসল বিজেপি । তারাই বিজেপির মধ্যে থাকতে পারবেন বিজেপি করতে পারবেন । এবং যারা মনে করেন যে দলের থেকে ব্যক্তি বড় তারা আদৌ বিজেপি কর্মী কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।  তাই যারা এই 'আদি বিজেপি' এসব বলে লেখালেখি করছে তারা আদৌ দলের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানে কিনা সেটা সন্দেহ রয়েছে।  এ বিষয়ে তিনি আরো জানান যে বিজেপি দলের কোনো ফিক্সট পদ বলে কিছু নেই। রুটিন চেঞ্জটাই হচ্ছে আসল।  এবং যারা বলছেন  তাদের সরিয়ে দেওয়া হয়েছে আসলে তারা রুটিনমাফিকই সরে গেছেন।  দল বড় হচ্ছে সেই মতো দলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । কেন্দ্রীয় নেতৃত্ব যেরকম নির্দেশ দিচ্ছেন সেই মত জেলা পর্যায়ে যারা রয়েছেন দায়িত্ব পালন করছেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement