Advertisement

তৃণমূলই ফিরছে একুশে! BJP-র ঝুলিতে ক'টি আসন? জনমত সমীক্ষা

জোরকদমে চলছে প্রচার। শাসক দল তৃণমূল কংগ্রেস হোক বা বাম-কংগ্রেস-আইএসএফের সংযুক্ত মোর্চা বা বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে নেমে পড়েছে প্রচারে। 

জনমত সমীক্ষার ফলে এগিয়ে তৃণমূল (প্রতীকি ছবি)জনমত সমীক্ষার ফলে এগিয়ে তৃণমূল (প্রতীকি ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2021,
  • अपडेटेड 11:58 PM IST
  • বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জোর জল্পনা
  • শাসনক্ষমতার দায়িত্বে থাকবে কে?
  • মোটামুটি সব দলই নেমে পড়েছে প্রচারে

বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জোর জল্পনা। শাসনক্ষমতার দায়িত্বে থাকবে কে? ভোটের নির্ঘণ্ট প্রাকাশের পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে। কেউ ধাপে ধাপে আবার কেউ বা একসঙ্গে। এবং মোটামুটি সব দলই নেমে পড়েছে প্রচারে।

জোরকদমে চলছে প্রচার। শাসক দল তৃণমূল কংগ্রেস হোক বা বাম-কংগ্রেস-আইএসএফের সংযুক্ত মোর্চা বা বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে নেমে পড়েছে প্রচারে। 

বিধানসভা ভোটে কোন দল বা জোট ক'টা আসন পাবে, তা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষায় কী তথ্য উঠে আসছে দেখে নেব।

আরও পড়ুন

রাজ্য বিধানসভায় মোট আসন ২৯৪টি। আর ম্যাজিক ফিগার হল ১৪৮। ওই জনমত সমীক্ষায় মানুষের কাছে গিয়ে প্রশ্ন করা হয়েছিল, কোন দল কত আসন পেতে পারে? ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১৫০ থেকে ১৬৬টি আসন। 

বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১১৪টি আসন অন্যদিকে, বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুরাল ফ্রন্টের জোট পেতে পারে ২৩ থেকে ৩১টি আসন। আর অন্যরা ৩ থেকে ৫টি আসন জিততে পারে। 

সমীক্ষায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেমন ৫৪ শতাংশ মানুষ মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম ভাল। ২৬ শতাংশ মানুষ অবশ্য তা সমর্থন করছেন না। তারা মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নয় আর।

আর অন্যদিকে, ২০ শতাংশ মানুষের মতো, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্সকে বলা যেতে পারে মোটামুটি।

অর্থাৎ তিনি ভাল কিছু কাজ করেননি আবার খারাপও কিছু করেননি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির কাজ নিয়ে সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গিয়েছে, ৪৬ শতাংশ মানুষের মতে মোদী কাজ ভাল।

কিন্তু ৩৮ শতাংশ মানুষ মনে করেন, প্রধানমন্ত্রীর কাজ খারাপ। আর ১৬ শতাংশ মানুষ জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর পারফরম্যান্স মোটামুটি। অর্থাৎ ভালো বা খারাপ কোনটাই বলা যায় না।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement