শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। ৮ দফায় চলবে ভোটগ্রহণ। আজ প্রথম দফায় রাজ্যের ৫টি জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ (West Bengal Assemblye Election1st Phase Polling) । এর মধ্যে ২৩টি আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭টি আসন পূর্ব মেদিনীপুরে। পুরুলিয়ার ৯টি, পশ্চিম মেদিনীপুরের ৬, বাঁকুড়ার ৪, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪টি আসনে চলছে ভোটগ্রহণ। ২০১৬ বিধানসভা ভোটে এই ৩০টির মধ্যে ২৭টিতেই বিপুল জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস । আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, প্রথম দফার এই ৩০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১৭টি আসনে, আর তৃণমূল এগিয়ে ১৩টি আসনে। ফলে বোঝাই যাচ্ছে, কড়া টক্কর দেবে বিজেপি।
রইল লাইভ Highlights---
> পুরুলিয়ায় ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপি বচসা । ঘটনায় বিজেপির তফশিলি মোর্চার মণ্ডল সভাপতি দীপক বাউড়িকে প্রকাশ্যে গুলি করে মারার হুমকি পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় বন্দোপাধ্যায়ের। অভিযোগ, বুথের বাইরে তৃণমূল বিজেপি বচসা চলাকালীন এই ঘটনা ঘটে । সেই সময়ই প্রকাশ্যে গুলি করে মারার হুমকি তৃণমূল প্রার্থী সুজয় বন্দোপাধ্যায়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া বিধানসভার পুরুলিয়া শহরের মুনসেফেডাঙ্গা এলাকায়। ঘটনার পরই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ।
> কাঁথিতে দক্ষিণে বিজেপি এজেন্ট সৌম্যেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ এসেছে। তাঁর গাড়ির চালক আক্রান্ত হয়েছেন বলে খবর।
> মেদিনীপুর শহরের চার্চ স্কুল এর বূথে গেরুয়া পোশাক পরে বহিরাগতদের প্রবেশ নিয়ে উত্তেজনা। বহিরাগত বিজেপি কর্মীরা বুথ এলাকায় প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করছে এই অভিযোগ তুলে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল নেত্রী মৌ রায় এর নেতৃত্বে প্রায় 45 মিনিট ধরে বিক্ষোভ চলে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি সামাল দিয়েছে। সকলকে বাইরে বের করে দিয়েছে চত্বর থেকে। তবে উত্তেজনা রয়েছে।
> পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দক্ষিণ বিধানসভা মাজনা এলাকায় কাঁথি দেপাল রাজ্য সড়কের আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসী। ১৭১ নং বুধ বিক্ষোভ। এখনোও উতপ্ত রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলে ভোট দিলে বিজেপি যাচ্ছে, এমনই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা।
> ইভিএম খারাপ নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে ট্যুইট করল তৃণমূল কংগ্রেস।
> পুরুলিয়া বিধানসভার অন্তর্গত পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন গার্লস স্কুলের ইভিএম খারাপl ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন ভোটাররা l ষড়যন্ত্র অভিযোগ তুলেছেন পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজা বন্দ্যোপাধ্যায়।
> কেশিয়াড়ির বেগমপুর গ্রামে উদ্ধার বিজেপি কর্মীর দেহ। নাম মঙ্গল সরেন। পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। বাড়ির উঠোনে দেহ উদ্ধার করা হয়েছে। মুখে মাথায় আঘাতের চিহ্ন। অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা।
> পূর্ব মেদিনীপরের কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের মারিশদা বি.কে. জাগৃহি বিদ্যাপীঠ স্কুলে ইভিএম খারাপ থাকার কারণে দু'ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও শুরু হয়নি ভোটগ্রহণ। অন্যদিকে ইভিএম বদলানোর পর ৯.১৫ মিনিটে ভোট প্রক্রিয়া শুরু হলো কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের ১২১ নম্বর বুথে।
> লালগড়ে বীরকাঁড় এলাকায় ভোট দিলেন তৃণমূলনেতা ছত্রধর মাহাতো।
> ২১৩ কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের মারিশদা বি.কে. জাগৃহি বিদ্যাপীঠ স্কুলের মেশিন খারাপ থাকায় দু'ঘণ্টা সময় পেরিয়ে গেল এখনো ভোট প্রক্রিয়া শুরু হয়নি।
> মেদিনীপুরে একটি বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া।
> কেশিয়াড়িতে মঙ্গল সোরেন নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বিজেপি কর্মী বলে দাবি করছে বিজেপি। কিন্তু পরিবার বা পাড়া প্রতিবেশীরা অনেকেই সেি খারিজ করে দিচ্ছেন।
> জেলায় কয়েকটি বুথে ভোট মেশিন খারাপ ছাড়া ২০২১ বিধানসভা নির্বাচনের প্রথম দিন জঙ্গল মহলের পুরুলিয়া জেলার ৯ টি এবং বাঁকুড়া জেলার ৪ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় সকাল ৭ টা থেকে সমস্ত বুথেই অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে শুরু হল ভোট গ্রহণ প্রক্রিয়া । কমিশন শান্তি পূর্ণ নির্বাচনে লক্ষে কড়া নিরাপত্তা বলেয় মুড়ে ফেলেছেন সবকটি ভোট গ্রহন কেন্দ্র কেই। স্বামী স্ত্রী একত্রে ভোট দিলেন বান্দোয়ান বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীবলোচন সোরেন
> আজ শুরু বাংলায় প্রথম দফার নির্বাচন। পশ্চিমবঙ্গে জঙ্গলমহল ও মেদিনীপুরের আসনগুলিতে ভোটগ্রহণ। মোট ৩০টি কেন্দ্রে। একনজরে দেখে নিন আসনগুলির নাম বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর।
> দক্ষিণ কাঁথি কেন্দ্রের প্রভাত কুমার কলেজের প্রথম ভোটার ৮৩ বছরের বৃদ্ধ শ্রীপতি খটুয়া। সকাল সকাল ভোট দিলেন ৯০ বছরের দীপিকা কালাও। জানা যাচ্ছে ১৮ বছর বয়স থেকে আজ পর্যন্ত কোনও ভোট বাদ দেননি তাঁরা।