Advertisement

West Bengal Election 2021 Phase 4 : চতুর্থ দফার ভোটে ৪৪ কেন্দ্রে লড়াই ৩৭৩ প্রার্থীর মধ্যে, রয়েছেন বাবুলও

চতুর্থ দফার ভোটে বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছাড়াও আরও ২ বিজেপি সাংসদ এবং রাজ্যের ২ মন্ত্রীর ভোট রয়েছে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট নেওয়া। ১৫ হাজার ৯৪০টি ভোট গ্রহণ কেন্দ্রে।

আজ বাংলায় চতুর্থ দফার ভোট (প্রতীকি ছবি)আজ বাংলায় চতুর্থ দফার ভোট (প্রতীকি ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 10 Apr 2021,
  • अपडेटेड 7:16 AM IST
  • আজ রাজ্যে চতুর্থ দফার ভোট
  • এই পর্বে ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে
  • উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন কেন্দ্রে

রাজ্যে চতুর্থ দফার ভোট। এই পর্বে ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু'জায়গাতেই ভোট হচ্ছে। দু জায়গায়রই বিভিন্ন আসনে ভোট হচ্ছে। বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই ভোটের অন্যতম তারকা মুখ। দেখে নেওয়া যাক কোন কোন জেলায় ভোট হচ্ছে। চতুর্থ দফায় কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনার একাংশ হাওড়া এবং হুগলিতে ভোট হবে। 

চতুর্থ দফার ভোটে বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছাড়াও আরও ২ বিজেপি সাংসদ এবং রাজ্যের ২ মন্ত্রীর ভোট রয়েছে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট নেওয়া। ১৫ হাজার ৯৪০টি ভোট গ্রহণ কেন্দ্রে।

দেখে নেওয়া যাক দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট

আরও পড়ুন

১) ৪৪টি আসনে ভোট। দক্ষিণবঙ্গের মধ্যে হাওড়ায় ৯টি, দক্ষিণ ২৪ পরগণায় ১১, হুগলি ১০টিতে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ৫ এবং কোচবিহারে ৯টি কেন্দ্রে ভোট।

২) এই পর্বে মোট ভোটার ১,১৫,৮১,০২২ জন। এর মধ্যে পুরুষের সংখ্য়া ৫৮,৮২,৫১৪ এবং মহিলা ৫৬,৯৮,২১৮। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯০ জন।

৩) এই পর্বে যেখানে ভোট হচ্ছে সেটা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৬ সালের ভোট তৃণমূল এই ৪৪টি আসনের মধ্যে মাত্র ৫টি হেরেছিল। সেগুলি হল মাদারিহাট, যাদবপুর, কোচবিহার উত্তর, চাঁপদানি এবং পাণ্ডুয়া। বিজেপি একমাত্র মাদারিহাটে জিতেছিল।

৪) এই পর্বের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্য়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। বিজেপির দুই সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় এবং নিশীথ প্রামাণিক। এছাড়া রয়েছেন তৃণমূলত্যাগী নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায়।

৫) বাবুল সুপ্রিয় লড়ছেন টালিগঞ্জ কেন্দ্র থেকে। তাঁর প্রতিদ্বন্দী তৃণমূলের অরূপ বিশ্বাস।

৬) বেহালা পশ্চিম থখেকে লড়ছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তাঁর বিরুদ্ধে রয়েছেন অভিনেত্রী, বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়।

৭) রাজ্যের মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়। তিনি সেসব ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এবারও তিনি ডোমজুড় থেকে লড়ছেন।

৮) সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী যাদবপুর থেকে ভোট লড়ছেন। এই দফার ভোটে বামদের অনেক তরুণ মুখকে লড়তে দেখা যাবে।

Advertisement

৯) নির্বাচন কমিশন জানিয়েছে, ৭৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে।

১০) ৪৪ আসনে রয়েছেন ৩৭৩ জন প্রার্থী। এঁদের মধ্যে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান সবথেকে ধনী। তাঁর সম্পত্তির পরিমাণ ৩২ কোটি ৩৩ লক্ষ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement