আগেই থেকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিষেকের স্ত্রীয়ের পাশাপাশি তাঁর (রুজিরার) বোনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে। অভিষেকের শ্যালিকা মনিকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকেও নোটিস দিয়েছে সিবিআই। মেইল-এ নোটিস পাঠানো হয়েছে। কিন্তু সেই নেটিসের কোনওরকম উত্তর পাওয়া যায়নি। তাই আজ সোমবার সকাল ১১টায় বাড়িতে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছিল সিবিআই আধিকারিকরা। সেই মতই প্রায় বেলা ১২ টার পর উপহার লাক্সারি কমপ্লেক্সে গিয়ে পৌঁছয় সিবিআইয়ের দল।