'নেতাইয়ের আন্দোলন কারও পৈতৃক সম্পত্তি নয়। সাধারণ মানুষের আন্দোলন'। বৃহস্পতিবার বাঁকুড়ার ছাতনায় দলীয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাই দিবস ও তৃণমূলের কর্মসূচী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি আরো বলেন, ওই আন্দোলন ছিল সাধারণ মানুষের। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীও ঐ আন্দোলনে ছিলেন না, ছিলেন একমাত্র শুভেন্দু অধিকারী। আর এখন তিনিই তো আমাদের দলে আছেন। প্রদেশ যুব কংগ্রেসের আন্দোলন, সিদ্ধার্থ শঙ্কর থেকে সুচিত্রা সেনের মৃতদেহ উনি 'হাইজ্যাক' করেছেন। 'চুরি' করাই তো ওনার অভ্যাস বলেও বিজেপি সভাপতি কটাক্ষ করেন।