৬৭ নম্বর বড়ঞা বিধানসভার বিজেপি পার্থী আমিও কুমার দাসের সমর্থনে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকাল দশটায় তড়িৎডাঙ্গাল মাঠে কপ্টারে চেপে পৌছান দিলীপ, তার সঙ্গে ছিলেন অভিনেত্রী পায়েল সরকার। নির্বাচনের আগে বড়ঞা বিধানসভায় বিজেপির এই রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অপরদিকে সাধারণ মানুষের উদ্দিপনাও ছিলো নজরকাড়া।