করোনা সংক্রমনের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার বাড়ি বাড়ি গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হলো। নদীয়া জেলার একাধিক বিধানসভা সহ শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় কমিশনের প্রতিনিধিরা ভোট গ্রহণ প্রক্রিয়ার কাজ শুরু করলেন। উল্লেখ্য করোনা সংক্রমনের কারণে নির্বাচন কমিশন এই প্রথম নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে বলা হয়েছে সমস্ত ভোটাররা আবেদনের মাধ্যমে বাড়িতে বসেই ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর পাশাপাশি প্রতিবন্ধীরাও এই প্রক্রিয়ার আওতায় পড়ছেন।