এবার কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুর দলীয় কার্যালয়ে ব্রাত্য হলো তার ছবি । বদলে জায়গা পেল মুখ্যমন্ত্রী ও স্বপন দেবনাথের ছবি। পার্টি অফিসের দখল নিল দলেরই লোক। তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা বিধায়ক অনুগামী তাবির শেখ এর দাবি বিধায়ক দলে যতদিন আছেন এই অফিসে ঢুকতে পারবেন । কিন্তু দলের বিরুদ্ধে গেলে জায়গা ঢুকতে দেওয়া হবে না।