বৃহস্পতিবার বাংলা সফরের শেষ দিনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)-এর গড় ডায়মন্ড হারবারে সভা করেছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। ডায়মন্ড হারবারে যাওয়ার পথে একাধিক জায়গায় হামলা, ইটবৃষ্টির সম্মুখীন হন বিজেপি সভাপতি। এই হামলায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। সভাম়়ঞ্চ থেকেই বাংলায় পরিবর্তন এসে গিয়েছে দাবি করেন নাড্ডা। তিনি আরও বলেছিলেন 'রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন'। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে আজ অর্থাৎ শনিবার রাসবিহারী থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল নেত্রী মালা রায়। তাদের দাবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে না জেনে এরকম মন্তব্য করে বাংলা কে অপমান করেছেন জে পি নাড্ডা।