'বিজেপি খুনের রাজনীতি করে না। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। যে কোন মৃত্যুই দুঃখজনক। বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেস পার্টি উঠে যাবে। বামপন্থীরা প্রধান বিরোধী দল হবে।' রাজনৈতিক কর্মী হিসেবে এটাই আমার মত বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আজ হুগলী জেলার আরামবাগে মিছিলে অংশ নেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।