অবশেষে ঘটিয়েই ফেললেন সেই কাণ্ড! মন্ত্রীত্ব তো আগেই ছেড়েছিলেন, বিধায়কপদ কবে ছাড়বেন তাই নিয়েই চলছিল আলোচনা। সেই যবনিকা পতন করলেন শুভেন্দু। বুধবার বিকেলে বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন নন্দীগ্রামের বিধায়ক। বুধবার বিকেলেই বিধানসভায় গিয়ে রিসিভ সেকশনে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু। সেই সময় উপস্থিত ছিলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই সচিবের কাছে গিয়েই ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। যদিও বিধানসভায় অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা না দেওয়ায় তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।