Advertisement

ফ্য়াক্ট চেক: বাম আমলের ভাইরাল 'চিরকুটে' চাকরি পেয়েছিলেন কে? জানুন পুরো ঘটনা

২০০৮ সালের ২৭ ডিসেম্বর,পশ্চিম মেদিনীপুরের পাচরা সিপিএম লোকাল কমিটির লেটার-হেডে লেখা চিরকুটটি আসলে একটি চাকরির সুপারিশ। খগেন্দ্রনাথ মাহাতর উদ্দেশে চিঠিটি লিখেছিলেন জয়জীম আহাম্মদ। মোহিতলাল হাজরার জন্য চাকরির সুপারিশ করে ওই চিঠিটি লেখা হয়েছিল।

বাম আমলের ভাইরাল 'চিরকুটে' চাকরি পেয়েছিলেন কে?
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 20 Mar 2023,
  • अपडेटेड 3:20 PM IST

ফ্যাক্ট চেক

দাবি

চিরকুট লিখে বাম আমলে পার্টি ধরে কত চাকরি হয়েছে এবার শ্বেতপত্র প্রকাশ হবে

ফলাফল

চিরকুটটি এখন যে দাবির সঙ্গে ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তিকর। আমরা অন্তত এটা বলতেই পারি যে ভাইরাল এই চিঠিতে যার নাম সুপারিশ করা হয়েছে তিনি অন্তত ওই সুপারিশের ভিত্তিতে কোনও চাকরি পাননি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement