Advertisement

ফ্যাক্ট চেক: বিহারে ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘেরাও করে বিক্ষোভ?

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বা কথিত 'ভোট চুরি'-র অভিযোগে আয়োজিত বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। বরং এটি বিহারের সিওয়ান জেলার চৈনপুর গ্রামে লালি যাদব নামক এক ব্যক্তির খুনের পর তার পরিবারের সদস্যদের সঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদবের দেখা করতে যাওয়ার ভিডিও।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 4:29 PM IST

বিহারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। তবে ফল প্রকাশের পর থেকেই বিহার নির্বাচনে ‘ভোট চুরি’ হয়েছে বলে অভিযোগ তুলেছে একাধিক বিরোধী দলের নেতারা। যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে গতকাল দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন নীতীশ কুমার। আর এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও বেশ ভাইরাল। যেখানে শতশত মানুষকে একটি গাড়িকে ঘিরে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছে বিহারের জনগণ। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে এবং ফ্রেমের উপর, “নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার না যেন পালাতে পারে।  বিহারের জনতার রাস্তায় নেমে গিয়েছে, GEN-G জিন্দাবাদ। জয় জনতা, জয় বিহার।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বা কথিত 'ভোট চুরি'-র অভিযোগে আয়োজিত বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। বরং এটি বিহারের সিওয়ান জেলার চৈনপুর গ্রামে লালি যাদব নামক এক ব্যক্তির খুনের পর তার পরিবারের সদস্যদের সঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদবের দেখা করতে যাওয়ার ভিডিও।  

আরও পড়ুন

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর একটি ফেসবুক প্রোফাইলে ভাইরাল ভিডিওর সঙ্গে সাদৃশ্যযুক্ত তিনটি ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "বিরোধী দলনেতা তেজস্বী যাদব, সিওয়ান সদরের বিধায়ক মাননীয় অবধ বিহারী চৌধুরী এবং মাননীয় বিধায়ক হরিশঙ্কর যাদব, সম্মানিত আরজেডি নেতা ও কর্মীদের সঙ্গে প্রয়াত লালি যাদব এবং প্রয়াত মুন্না যাদবের পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। আমরা সর্বসম্মতভাবে দাবি করছি যে, প্রশাসন যেন দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করে এবং উভয় পরিবার যাতে উন্নত ভবিষ্যতের জন্য প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করে।”

Advertisement

পাশাপাশি, অনুসন্ধানে গত ১২ সেপ্টেম্বর বিহারের প্রাক্তন মন্ত্রী তথা সিওয়ানের প্রভাশালী আরজেডি নেতা অবধ বিহারী চৌধুরীর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর একটি ক্লিপের সঙ্গে ভাইরাল ভিডিও ক্লিপের হুবহু সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে #siwan #bihar #tejashwiyadav এবং #rjd-র মতো হ্যাশট্যগের পাশাপাশি লেখা হয়েছে, “তেজস্বী যাদবজি প্রতিটি সুখ-দুঃখে জনগণের পাশে থাকেন, এটাই তাঁকে জনগণের একজন সত্যিকারের নেতা করে তোলে।” ভাইরাল ভিডিও এবং অবধ বিহারী চৌধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রাপ্ত ক্লিপের মধ্যে তুলনা করলে পরিস্কার হয়ে যায় যে দুটি ভিডিওই একই দিনের এবং একই ঘটনার। যা থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটি বিহার বিধানসভা নির্বাচনের অনেক আগের। নিচে উভয় ভিডিও-র মধ্যে তুলনা দেখা যাবে।

পাশাপাশি, উপরে প্রপ্ত তথ্য এবং #siwan হ্যাশট্যগ থেকে সন্দেহ তৈরি হয় যে ভিডিওটি বিহারের সিওয়ানে তেজস্বী যাদবের কোনও সভা বা কর্মসূচির হতেও পারে। তাই এরপর এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে Live 10 Bharat-এ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে ব্যবহৃত অন্য ক্যামের অ্যাঙ্গেল থেকে তোলা ভিডিও-র সঙ্গে ভাইরাল ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর বিহারের সিওয়ান জেলার চৈনপুর গ্রামে দীনেশ কুমার যাদব ওরফে লালি যাদব নামক এক ব্যক্তিকে খুন করা হয়। আর এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবং মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ১২ সেপ্টেম্বর লালি যাদবের চৈনপুর গ্রামের বাড়িতে যান আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি মৃতের স্ত্রী সীমা যাদবের সঙ্গে দেখা করে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন। 

সবমিলিয়ে প্রমাণ হয় যে, বিহারে 'ভোট চুরি'-র কথিত অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে পুরনো এবং ভিন্ন ঘটনার ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারে ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। 

Conclusion

ভিডিওটি বিহারের সিওয়ান জেলার চৈনপুর গ্রামে লালি যাদব নামক এক ব্যক্তির খুনের পর তার পরিবারের সদস্যদের সঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদবের দেখা করতে যাওয়ার দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement