Advertisement

ফ্যাক্ট চেক: ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে ইরানের পার্লামেন্টে ওঠেনি মার্কিন-বিরোধী স্লোগান, ভাইরাল ভিডিয়োটি পুরনো

ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বর্তমান ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের কোনও সম্পর্ক নেই। ভিডিয়োটি ২০২০ সালের। ইরানের প্রাক্তন মেজর জেনারেল কাসেম সোলেমানির মৃত্যুর পর পার্লামেল্টে আমেরিকা-বিরোধী স্লোগান দিয়েছিলেন সেই দেশের সাংসদরা।

ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে ইরানের পার্লামেন্টে ওঠেনি মার্কিন-বিরোধী স্লোগান, ভাইরাল ভিডিয়োটি পুরনো
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 14 Oct 2023,
  • अपडेटेड 6:29 PM IST

ফ্যাক্ট চেক

দাবি

ইরানের সংসাদে আমেরিকা-বিরোধী স্লোগান দিচ্ছেন ওই দেশের নেতারা। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ইরানের সাংসদরা। ইরানের পার্লামেন্টে উঠেছে ইসরাইল ধ্বংস হোক", "আমেরিকা ধ্বংস হোক" স্লোগান।

ফলাফল

ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বর্তমান ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের কোনও সম্পর্ক নেই। ভিডিয়োটি ২০২০ সালের। ইরানের প্রাক্তন মেজর জেনারেল কাসেম সোলেমানির মৃত্যুর পর পার্লামেল্টে আমেরিকা-বিরোধী স্লোগান দিয়েছিলেন সেই দেশের সাংসদরা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement