Advertisement

ফ্যাক্ট চেক: বিশ্বকাপ বয়কট করেননি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, ছড়াচ্ছে ভুয়ো দাবি

আজতক ফ্য়াক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি ভুয়ো এবং ভিত্তিহীন। সৈকত নিজেই নিশ্চিত করেছেন যে তিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে ভারতে আসবেন।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 4:58 PM IST

আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে লাগাতার টানাপড়েন শেষ হয়েছে আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার মাধ্যমে। ভারতের মাটিতে খেলতে নিমরাজি বাংলাদেশ সরকার নিজের অবস্থান থেকে সরে না আসায় বাংলাদেশের বদলে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্টে দাবি করা হচ্ছে যে আইসিসির এলিট প্যালের অন্তর্ভুক্ত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও নাকি বিশ্বকাপ বয়কট করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম সৈকত। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে হওয়া একদিনের সিরিজেও তিনি আম্পায়ারের ভূমিকায় ছিলেন। তাঁকে কেন্দ্র করে যে পোস্টগুলি ভাইরাল হয়েছে সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশ আসন্ন টি২০ বিশ্বকাপে না খেলার কারণে তিনিও আম্পায়ার হিসেবে নিজের নাম প্রত্যাহার করে বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভাইরাল এই পোস্টগুলিতে লেখা হয়েছে, “টাইগারদের পর বিশ্বকাপ বয়কট করেছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত।”

আরও পড়ুন

কোনও পোস্টে আবার তাঁকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “এই দেশ আমাকে আমার পরিচয় দিয়েছে। এখন এই মাটির ঋণ শোধ করার সময় এসেছে।” পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “বিশ্বকাপ ব'য়'কট করলেন আইসিসির প্যানেল আম্পায়ার ইবনে শহীদ সৈকত।”

আজতক ফ্য়াক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি ভুয়ো এবং ভিত্তিহীন। সৈকত নিজেই নিশ্চিত করেছেন যে তিনি এমন কোনও সিদ্ধান্ত নেননি।

সত্য উদঘাটন

আইসিসি-র এলিট প্যানেলের অন্তর্ভুক্ত এক আম্পায়ার সৈকত যদি সত্যিই বিশ্বকাপ বয়কট করতেন, বা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতেন, তবে এই বিষয়ে নিশ্চিতভাবে বাংলাদেশি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেত। কিন্তু কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করা হলে এমন কোনও খবর পাওয়া যায়নি যেখানে উল্লেখ করা হয় যে সৈকত বিশ্বকাপের ম্যাচ পরিচালনার থেকে সরে দাঁড়িয়েছেন।

পক্ষান্তরে, এই বিষয়ে সার্চ করা হলে বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্তজনকণ্ঠের মতো একাধিক বাংলাদেশি সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদন পাওয়া যায় যা ২৬ ও ২৭ জানুয়ারি প্রকাশ পেয়েছিল। এই খবরগুলো থেকে জানা যায়, উক্ত বিষয়টি নিয়ে শরফুদ্দৌলা সৈকত নিজেই মুখ খুলেছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বকাপ বয়কটের বিষয়ে তিনি কোথাও কোনও মন্তব্য করেননি।

Advertisement

সৈকত বলেছেন, “সারা দিন ধরে দেখছি, এখানে-ওখানে বলা হচ্ছে আমি নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছি। বিষয়টি পুরোপুরি মিথ্যা। আমি আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার এবং কয়েক দিনের মধ্যেই সেই দায়িত্ব পালনের জন্য বিশ্বকাপ কাভার করতে যাচ্ছি।” তিনি আরও জানিয়েছেন, বিশ্বকাপে দায়িত্ব পালনের বিষয়টি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। বরং কয়েক মাস আগেই আইসিসির নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয়েছে তার অ্যাসাইনমেন্ট। ফলে এখন সেখান থেকে সরে দাঁড়ানোর সুযোগও নেই।

তবে বাংলাদেশ যে এই বিশ্বকাপে আর খেলছে না বিষয়টি নিশ্চিত। এই অবস্থায় সৈকতের যে খারাপ লাগছে, সে কথা স্পষ্টই জানান তিনি। সৈকত বলেন, “একটা বিষয় সত্য আমার জাতীয় দল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই, এটা তো অবশ্যই খারাপ লাগার। কিন্তু কঠিন সত্য হলো যে আমি আইসিসির আম্পায়ার। আমি তো বাংলাদেশ জাতীয় দল নই। ব্যক্তি হিসেবে আমাকে আইসিসির নিয়ম মেনে চলতে হয়। আমার বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাই আমি বিশ্বকাপ কাভার করতে ভারতে যাচ্ছি।”

প্রসঙ্গত, যে সময় ভারতে খেলতে আসা নিয়ে বিসিবি ও আইসিসি-র মধ্যে টানাপড়েন চলছিল, সেই সময় ভারতে ওয়ানডে সিরিজের আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। তখন বিসিবি-র আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমানকে প্রশ্ন করা হয়, ভারতে খেলা বাংলাদেশিদের জন্য নিরাপদ না হলে সৈকত কীভাবে ভারতে থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন। তখন তিনি বলেন, সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনও অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন নেই। কারণ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলের চুক্তিবদ্ধ আম্পায়ার। বিসিবির সঙ্গে তার চুক্তি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে, যা আইসিসির অ্যাসাইনমেন্ট থাকলে শিথিলযোগ্য।

তবে এ ক্ষেত্রে বলে রাখা ভালো, পরিবর্তিত পরিস্থিতিতে ভবিষ্যতে কোনও সিদ্ধান্ত বদল হতেও পারে। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সৈকত যে বিশ্বকাপ বয়কট করেননি, সেটা তাঁর নিজের বক্তব্যেই স্পষ্ট হয়ে যায়।

Fact Check

Claim

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশের আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতও বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

Conclusion

সৈকত নিজেই জানিয়েছেন এহেন দাবি ভুয়ো। তিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে ভারতে আসবেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement