Advertisement

ফ্যাক্ট চেক: কলকাতার নিউটাউনের কাছে ‘মাসুদ বস্তি’ দাবিতে ভাইরাল ছবিটি ভারতের নয়, জানুন বাস্তব

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিটি ভারতেরই নয়। বরং বাংলাদেশের ঢাকা শহরের একটি বস্তির।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 06 Nov 2025,
  • अपडेटेड 5:36 PM IST

রাজ্যজুড়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR শুরু হওয়ার পর থেকে রাজনৈতিক বাদানুবাদ বেড়ে চলেছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি বস্তি এলাকার ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, কলকাতার নিউটাউন সংলগ্ন এলাকার এই জায়গাটি মাসুদ বস্তি নামে পরিচিত। এবং SIR শুরু হতেই তা রাতারাতি ফাঁকা হয়ে গেছে।

ছবিটি একটি নিউজ কার্ডে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “নিউটাউন এলাকার পাশে অবস্থিত জনপ্রিয় মলের কাছে রাতারাতি গড়ে ওঠা বাংলাদেশি কলোনি ‘মাসুদ বস্তি’ SIR কার্যক্রম শুরু হতেই শূন্য হয়ে গেছে। স্থানীয়রা জানান, কেউ বাড়িতে উপস্থিত ছিল না, যা SIR প্রক্রিয়ার প্রভাব ও উদ্বেগের প্রমাণ বলে মনে হচ্ছে।”

নিউজ কার্ডের উপর লেখা হয়েছে, “নিউটাউনের কাছে মাসুদ বস্তি, SIR শুরুতেই বাংলাদেশি কলোনি রাতারাতি ফাঁকা!”

আরও পড়ুন

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবিটি ভারতেরই নয়। বরং বাংলাদেশের ঢাকা শহরের একটি বস্তির।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ছবি প্রায় ১১ বছর আগে প্রকাশিত একটি ওয়েবসাইটে পাওয়া যায়। Adam Achrati নামের একটি ওয়েবসাইটে ওই ছবিটি প্রকাশ করা হয়েছিল করাইল বস্তি নামের একটি প্রতিবেদনে। সেখানে লেখা হয়, এই করাইল বস্তি হলো বাংলাদেশের ঢাকা শহরের সব থেকে বড় বস্তি এলাকা। 

করাইল বস্তি সম্পর্কে কিওয়ার্ড সার্চ করা হলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্টে জানা যায়, এটি ঢাকা শহরের অন্তর্গত একটি বস্তি এলাকা। প্রায় ৯০ একর এলাকাজুড়ে ছড়ানো এই বস্তিতে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করেন। Adam Achrati নামের ওয়েবসাইটে ওই বস্তির আরও একাধিক ছবি দেখা যাবে।

সেই সঙ্গে Adam Achrati নামের ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ১৭ মার্চ আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া যায়। যেখানে ওই এলাকা দেখা যায় যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

অন্যদিকে, নিউটাউন সংলগ্ন মাসুদ বস্তির বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে রিপাবলিক বাংলার মতো সংবাদ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে দাবি করা হয় যে নিউটাউনের একটি শপিং মলের কাছে মাসুদ বস্তিতে অবৈধ বাংলাদেশিদের বসবাস গড়ে উঠেছিল। SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর যা নাকি ফাঁকা হয়ে গিয়েছে। তবে আজতক এই দাবির সত্যতা পৃথকভাবে যাচাই করেনি।

তবে মাসুদ বস্তির নামে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা যে আদতে ভারতের নয় সে কথা নিশ্চিতভাবে বলা যায়।

 

Fact Check

Claim

ছবিতে নিউটাউন সংলগ্ন মাসুদ বস্তি দেখা যাচ্ছে যেখানে বাংলাদেশিদের বসবাস গড়ে উঠেছিল। কিন্তু SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর তা ফাঁকা হয়ে গিয়েছে।

Conclusion

ভাইরাল ছবিটি ভারতের নয়, বরং বাংলাদেশের ঢাকা শহরের করাইল বস্তির।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement