হরপা বানে বিধ্বস্ত সিকিম। মৃতের সংখ্যা ছড়িয়েছে ৩০। নিখোঁজ শতাধিক। যাঁদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় জওয়ানও রয়েছে।
এরই মধ্যে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছে একটি আকাশ থেকে মেঘ-ভাঙার ভয়ঙ্কর ভিডিয়ো। যেটা শেয়ার করে অনেকেই দাবি করেছেন যে সেটা সিকিমের। ভিডিয়োটা ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, "সিকিমে মেঘ ভাঙ্গার মুহূর্ত !! পর্যটকের ক্যামেরা বন্দি!!" (পোস্টের বানান অপরিবর্তিত)
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং এর সঙ্গে সিকিমের কোনও যোগাযোগ নেই। এটি ২০১৮ সালে অস্ট্রিয়ার একটি মাইক্রোব্রাস্টের ভিডিয়ো।
কীভাবে এগলো অনুসন্ধান?
ভাইরাল ভিডিয়ো একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে ২০২০ সালে একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড হয়েছিল। সেখানে লেখা রয়েছে ভিডিয়োটি অস্ট্রিয়ার মিলাসাত্তা লেকে হওয়া মাইক্রোব্রাস্টের। আরও জানা যায় যে, সেন্ট্রাল ইস্ট্রান আল্পসের দ্রাভা ভ্যালির ৫৮৮ মিটার উপরে লেকটি অবস্থিত।
এই সূত্রে ধরেই আরও সার্চ করলে Peter Maier নামের আরও একটি ইউটিউব চ্যানেলে আমরা একই ভিডিয়ো দেখতে পাই। ২০১৮ সালের ১২ জুন ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। ভিডিয়োটি সম্পর্কে বলা হয়েছে যে সেটা অস্ট্রিয়ার মিলসত্তা লেকে তোলা।
২০১৮ সালের ২১ জুন Insider ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ভাইরাল ভিডিয়োটি পর্বাতারোহী পিটার ম্যায়ের তোলা। ২০১৮ সালের জুন মাসে লেক মিলসত্তার কাছের একটি হোটেলের ছাদ থেকে ভিডিয়োটি তুলেছিলেন তিনি।
ভিডিয়োটি ভাইরাল হয়ে গেলে অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তখন ফেসবুকে আরও কিছু প্রমাণ দেন পিটার।
সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং সিকিমের হরপা বানের নয়।
সিকিমে মেঘ ভাঙার মুহূর্ত।
ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং এর সঙ্গে সিকিমের কোনও যোগাযোগ নেই। এটি ২০১৮ সালে অস্ট্রিয়ার একটি মাইক্রোব্রাস্টের ভিডিয়ো।