Advertisement

ফ্যাক্ট চেক: ভোটমুখী বিহারে নিয়ে যাওয়ার সময় উদ্ধার প্রায় সাড়ে ৬ কোটি টাকা? রইল আসল ঘটনা

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে উত্তর প্রদেশ বা বিহারের কোনও সম্পর্ক নেই। এই ভিডিওটি ছত্তিশগড়ের এবং পুলিশ জানিয়েছে যে মহারাষ্ট্র নিয়ে যাওয়ার সময় এই টাকা উদ্ধার হয়েছিল।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 10:24 AM IST

বিহারে বিধানসভা ভোটের আগে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু ব্যক্তি মাটিতে বসে রয়েছেন এবং তাদের পিছনে থরে-থরে টাকার বান্ডিল সাজানো। ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, বিহারে ভোটের আগে উত্তর প্রদেশ থেকে টাকা নিয়ে যাওয়ার সময় এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে।

ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, “৬ কোটি ৬০ লক্ষ টাকা ধরা পড়েছে, UP থেকে আন ছিল। সর্বোচ্চ শেয়ার করুন। 6 কোটি 60 লক্ষ টাকা বিহার ভোটে বিজেপি আনার সময় ধরা পড়েছে ।। এই টাকা আসলে ED/CBI দ্বারা ভোটের আগে বেইমানি করে আনা।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে উত্তর প্রদেশ বা বিহারের কোনও সম্পর্ক নেই। এই ভিডিওটি ছত্তিশগড়ের এবং পুলিশ জানিয়েছে যে মহারাষ্ট্র নিয়ে যাওয়ার সময় এই টাকা উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন

সত্য উন্মোচন

৬ কোটি ৬০ লক্ষ টাকা উদ্ধারের বিষয়ে কিওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজা হলে সবার প্রথম লাইভ হিন্দুস্তানের একটি খবর পাওয়া যায়। চলতি বছর ২০ সেপ্টেম্বর প্রকাশিত এই খবরের মূল ছবিতে ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের একই ভাবে বসে থাকতে দেখা যায়। খবরে লেখা হয়, ছত্তিশগড়ের দুর্গ জেলায় পুলিশ এই বিপুল পরিমাণ নগদ অর্থ দুটি স্কোরপিও গাড়ি থেকে উদ্ধার করেছে। ঘটনাটি রায়পুর-দুর্গ জেলার সীমান্তে কুমহারি থানা এলাকায় ঘটেছিল।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করা হলে এনডিটিভি এবং অমর উজালার মতো সংবাদ মাধ্যমেও এই সম্পর্কিত খবর মেলে। খবর অনুযায়ী, কুমহারি টোল প্লাজায় যানবাহন তল্লাশির সময় এই নগদ উদ্ধার হয়। সেই সঙ্গে চারজনকে আটক করা হয়। এই বিপুল পরিমাণ নগদের উৎসের বিষয়ে কোনও ধরনের বৈধ কাগজপত্র না থাকায় ওই চার ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের তরফে জানানো হয় যে, মহারাষ্ট্রের মধ্য দিয়ে এই বিপুল টাকা গুজরাটের সুরাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

Advertisement

এসএসপি বিজয় আগরওয়াল বলেন, যখন গাড়িতে থাকা অভিযুক্তদের কাছে টাকা সম্পর্কে তথ্য এবং নথি চাওয়া হয়, তখন তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি । জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানিয়েছে যে হাওলা কার্যক্রমের জন্য টাকা রায়পুর থেকে সুরাটে পরিবহন করা হচ্ছিল। আটক অভিযুক্তদের নাম ঝালা শক্তি, অল্পেশ কুমার, মহেশ ঠাকুর এবং ভাদেলা জুরুভাই, সকলেই গুজরাটের বাসিন্দা।

এই বিষয়ে সংবাদ সংস্থা আইএএনএস-র এক্স হ্যান্ডেলে আমরা সিএসপি ভিলাই নগর সত্যপ্রকাশ তিওয়ারির একটি বক্তব্যেও ভিডিও পাই। তিনি জানান যে অর্থের বিষয়ে আয়কর বিভাগকে জানানো হয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে উঠে এসেছে যে গাড়ি দুটি মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল।

সবমিলিয়ে এটা বুঝতে বাকি থাকে না যে উক্ত ঘটনার সঙ্গে বিহার নির্বাচনের বা উত্তর প্রদেশ থেকে টাকা আসার কোনও সম্পর্ক নেই।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে যে ভোটমুখী বিহারে কীভাবে উত্তর প্রদেশ থেকে ৬ কোটি ৬০ লক্ষ নগদ টাকা আনা হচ্ছিল যা ধরা পড়েছে।

Conclusion

ভাইরাল ভিডিওটি চলতি বছর সেপ্টেম্বর মাসের এবং ছত্তিশগড়ের দুর্গ এলাকার। পুলিশ জানিয়েছে যে ছত্তিশগড়ের রায়পুরের থেকে মহারাষ্ট্রের দিকে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement