সম্প্রতি সম্ভলের শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। গতমাসে ওই মসজিদে সমীক্ষার সময়ে তুমুল অশান্তি বাঁধে। এর জেরে সংঘর্ষে মৃত্যু হয় তিনজনের। আর এই সার্বিক পরিস্থির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মসজিদে আগুন লাগার ভিডিও।
ভিডিওটিতে কোনও একটি তিন রাস্তার মোড়ে অবস্থিত একটি সাদা রঙের মসজিদের মিনারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি মসজিদটি ঘিরে বাইরের রাস্তার উপরে একাধিক মানুষ দাঁড়িয়ে আছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মসজিদটি ভারতে অবস্থিত এবং সেটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ভারতে এক মসজিদে আগুন দেওয়া হয়েছে এখন কোথায় সেই মলম বিক্রেতা ময়ূখ এবং বিজেপি শুভেন্দু! সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, হোক প্রতিবাদ !!” (সব বানান অপরিবর্তিত।) এই একই দাবি-সহ আরও পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ভরতের নয়। বরং সেটি চলতি বছরের ৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসির তেঙ্গাহ প্রদেশের লুউক শহরে তোলা হয়েছিল। সেই সময় লুউক শহরের পাসার সেন্ট্রাল বাজারে আগুন লাগলে, সেই আগুন স্থানীয় আল-ইখসান মসজিদটিতে ছড়িয়ে পড়ে।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে সেটির কি-ফ্রেম নিয়ে গুগলে সার্চ করলে ২০২৪ সালের ৮ ডিসেম্বর Tolitoli News নামক ইন্দোনেশিয়ান ভিত্তিক একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। সেখানে অগ্নিকাণ্ড সংক্রান্ত মোট ৮টি ছবি শেয়ার করা করা হয়েছে। তার মধ্যে একটি ছবির সঙ্গে আমরা ভাইরাল ভিডিওর ফ্রেম বা মসজিদের হুবহু মিল খুঁজে পাই। ছবিগুলি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, “৮ ডিসেম্বর, রবিবার বাংগায়ের লুউক সেন্ট্রাল মার্কেটে ভয়াবহ আগুন লাগে।”
এই একই মসজিদের আরও দুটি ছবি-সহ অন্য একটি ইন্দোনেশিয়ান ভিত্তিক ফেসবুক পেজেও একটি পোস্ট পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ৮ ডিসেম্বর সকাল ৮-৯টার মধ্যে লুউক সেন্ট্রাল মার্কেটে ভয়াবহ আগুন লাগে এবং এর জেরে স্থানীয় একটি মসজিদ পুড়ে যায়।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী সার্চ করলে ইন্দোনেশিয়ান ভিত্তিক সংবাদমাধ্যম Tribun News-এর অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। উভয় প্রতিবেদনেই মসজিদটির ভিডিও ও ছবি ব্যবহার করে লেখা হয়েছে, “৮ ডিসেম্বর সকালে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসির বাংগাই রিজেন্সির লুউক সেন্ট্রাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেন্ট্রাল মার্কেটে অবস্থিত আল-ইখসান মসজিদ সংলগ্ন একটি ব্যবসায়ীর স্টল থেকে এই আগুন লাগে বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মসজিদটির পুড়ে যায় এবং আশেপাশের কয়েক ডজন দোকান ভস্মীভূত হয়ে যায়।”
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে গুগল ম্যাপে আমরা ভাইরাল মসজিদটি খুঁজে বার করি। তখন আমরা গুগল ম্যাপে প্রাপ্ত আল-ইখসান মসজিদটির ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। নিচে গুগুল ম্যাপ থেকে প্রাপ্ত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর তুলনা দেখা যাবে।
এর থেকে প্রমাণ হয় যে ভারতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে ইন্দোনেশিয়ার ভিডিও।
ভিডিওটিতে ভারতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওটি ভরতের নয়। বরং সেটি চলতি বছরের ৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসির তেঙ্গাহ প্রদেশের লুউক শহরে তোলা হয়েছিল।