Advertisement

ফ্যাক্ট চেক: AI নির্মিত ভিডিও ছড়িয়ে ২০০ বছর বয়সী মানুষের শারীরিক অবস্থার দাবি 

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে উঠে এসেছে যে ভাইরাল ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। বাস্তবের ঘটনা এটি নয়। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 5:29 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভগ্ন, জীর্ণ চেহারার এক বৃদ্ধের ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে অনেকেই লিখছেন যে ওই বৃদ্ধের বয়স ২০০ হয়ে গিয়েছে এবং বর্তমানে তাঁকে এমনই দেখতে লাগছে। 

ভিডিওতে ওই বৃদ্ধকে অপর এক যুবকের কোলে বসে থাকতে দেখা গেছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে কেউ কেউ লিখেছেন, "২০০ বছর একজন বয়স্ক মানুষ ছোট্ট শিশুর মতো হয়ে গেছে।" সঙ্গে আরও লেখা হয়েছে, "২০০ বছর বয়স হলে মানুষ কি রকম হয় দেখুন।"

একই ভিডিও পোস্ট করে কেউ আবার লিখেছেন, "মাশাআল্লাহ অনেক দিন বেঁচে থাকার তৌফিক দান করেছেন আমিন।"

আরও পড়ুন

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে উঠে এসেছে যে ভাইরাল ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। বাস্তবের ঘটনা এটি নয়। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে সেগুলো রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও অন্যান্য ইউটিউব চ্যানেলেও দেখতে পাওয়া যায়। এমনই একটি ইউটিউব চ্যানেলে ওই একই ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে '@latentcore' লেখা একটি ওয়াটারমার্ক লক্ষ্য করা যায়। এর থেকে অনুমান করা যায় যে ভিডিওটি উক্ত নামের কোনও চ্যানেলে প্রথম প্রকাশ করা হয়ে থাকতে পারে। 

এই বিষয়টিকে সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে ভারতে নিষিদ্ধ প্ল্যাটফর্ম টিকটকের একটি হ্যান্ডেল পাওয়া যায় যার নাম Latent Core. এই চ্যানেলে উক্ত ভিডিওটি দিন তিনেক আগেই প্রকাশ করা হয়েছিল। 

এখানে ভিডিওটি পোস্ট করে যদিও কোথাও লেখা হয়নি যে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। তবে উক্ত প্রোফাইলটি নিয়ে অনুসন্ধান চালানো হলে দেখা যায়, সেখানে একই ধরনের একাধিক ভিডিও-র অস্তিত্ব রয়েছে। এবং প্রোফাইলের বায়ো অংশেই লেখা রয়েছে যে প্রোফাইলে থাকা সবগুলি ভিডিও-ই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। যার ফলে আর কোনও সন্দেহের অবকাশ থাকে না যে ভিডিওটি এআই দ্বারা তৈরি। 

Advertisement

সেই সঙ্গে কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে বর্তমানে পৃথিবীতে সশরীরে বেঁচে থাকা সবথেকে বয়স্ক মানুষ কে। তখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে সেই ব্যক্তির হদিস মেলে। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়েব বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের এথেল কেটারহ্যাম। ৩০ এপ্রিল ২০২৫ সালে দাঁড়িয়ে কেটারহ্যামের বয়স ছিল ১১৫ বছর ২৫২ দিন।

পাশাপাশি গিনেস বুকের রেকর্ড দেখা হলে জানা যায়, ইতিহাসে সবচেয়ে বেশি দিন জীবিত থাকার রেকর্ড রয়েছে ফ্রান্সের জিয়ানি লুই ক্যালমেন্ট নামে এক মহিলার। তিনি  ১২২ বছর ও ১৬৪ দিন পর্যন্ত জীবিত ছিলেন এবং ১৯৯৭ সালের ৪ অগস্ট তাঁর মৃত্যু হয়।

সবমিলিয়ে বলাই যায় যে এআই দ্বারা তৈরি একটি ভিডিও মিথ্যে দাবিতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

 

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে ২০০ বছর বয়সী একজন বৃদ্ধের শরীরের কী অবস্থা হয়েছে।

Conclusion

ভাইরাল ভিডিওটি এআই দ্বারা তৈরি। এই টিকটক ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করেছিলেন। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement