
চলতি বিশ্বকাপে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইম-আউট নিয়মের শিকার হন শ্রীলঙ্কার অল রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাঁর বিরুদ্ধে এই নিয়ম জারির আর্জি জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব-আল হাসান, চোটের কারণে যিনি নিজেই পরে বিশ্বকাপ থেকে ছিটকে যান।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় অ্যাঞ্জেলো ম্যাথিউজের নাম-সহ একটি এক্স পোস্ট ভাইরাল হয়েছে। যা পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, শ্রীলঙ্কার অল রাউন্ডার সাকিব-আল হাসানের ইনজুরি নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন।
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিমের তদন্ত করে দেখেছে যে, সাকিব আল হাসানের চোট নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ কোনও এক্স পোস্ট করেননি। যে অ্যাকাউ থেকে পোস্ট করা হয়েছে সেটি একটি প্যারোডি বা নকল হ্যান্ডেল।
কীভাবে এগলো অনুসন্ধান?
ইন্টারনেটে Angelo96Mathews কিওয়ার্ড সার্চ করে সেই এক্স হ্যান্ডেলটি খুঁজে পাওয়া যায়, যেখান থেকে পোস্টটি করা হয়েছে। ভাইরাল পোস্টটিও পাওয়া যায়। যা ৭ নভেম্বর করা হয়েছিল। এছাড়া দেখা যায়, চলতি বছরের মে মাসে চালু করা এই অ্যাকাউন্টের অ্যাবাউট সেকশনেই স্পষ্ট করে লেখা রয়েছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট। এছাড়াও উক্ত, টুইটার ব্যবহারকারীর লোকেশন হিসেবে London, England উল্লেখ করা হয়েছে। যা থেকে স্পষ্টতই বোঝা যায় যে, অ্যাকাউন্টটি একটি প্যারোডি অ্যাকাউন্ট এবং এটি শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের অ্যাকাউন্ট নয়।
এরপর ম্যাথিউজের আসল এক্স অ্যাকাউন্টটিও খুঁজে পাওয়া যায়।
ওই অ্যাকাউন্টটি ৭ নভেম্বরের একটি টুইট দেখতে পাওয়া যায়। যেখানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে নিজে টাইমড আউট হওয়ার একটি ভিডিও টুইট করেন ম্যাথিউজ। তার উক্ত টুইটে বিশ্বের খ্যাতনামা ক্রিকেটাররা রিটুইট করে এবং বহুল আলোচিত টাইমড আউটের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
কিন্তু, উক্ত এক্স একাউন্ট পর্যবেক্ষণ করে সাকিব আল হাসানের ইনজুরি সংক্রান্ত কোনো টুইট খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে সাকিবের ইনজুরি নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজের কোনও মন্তব্য করেছেন, এমন দাবির পক্ষে প্রমাণ মেলেনি।
সুতরাং, একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে সাকিব আল হাসানের ইনজুরি সংক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথিউজের টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
শ্রীলঙ্কার অল রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ, সাকিব-আল হাসানের ইনজুরি নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন।
একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে সাকিব আল হাসানের ইনজুরি সংক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথিউজের টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।