Advertisement

ফ্যাক্ট চেক: অসমের বিজেপি বিধায়কের ২০২০ সালের বিতর্কিত মন্তব্য সাম্প্রতিক বক্তব্য দাবিতে প্রচার 

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি প্রায় ৫ বছর পুরনো। সেই সময় শুভেন্দু বিজেপিতে নয়, বরং তৃণমূল কংগ্রেসেই ছিলেন।  

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 17 May 2025,
  • अपडेटेड 10:10 AM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে অসমে বিজেপির এক বিধায়ক নাকি নেতাজি সুভাষ চন্দ্র বোসকে 'টেরোরিস্ট' অর্থাৎ 'জঙ্গি' বলে অভিহিত করেছেন। 

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, "বিশ্বের সবচেয়ে বড় টেরোরিস্ট, যাকে নাকি ব্রিটিশরা ভয় করতো, সে তো বাঙালিই ছিলেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস। এবং লাল, বাল, পাল যখন বলা হয়। সেই বিপিনচন্দ্র পালও তো উগ্রপন্থীই ছিলেন।"

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্নবিদ্ধ করে জানতে চাওয়া হচ্ছে যে তিনি এটা দেখেও কেন চুপ রয়েছেন। অর্থাৎ, পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছে যে এটি সাম্প্রতিক ঘটনা। 

আরও পড়ুন

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি প্রায় ৫ বছর পুরনো। সেই সময় শুভেন্দু বিজেপিতে নয়, বরং তৃণমূল কংগ্রেসেই ছিলেন।  

সত্য উন্মোচন হলো যেভাবে 

সবার প্রথম আমরা কিওয়ার্ড সার্চের সাহায্যে খোঁজার চেষ্টা করি শিলাদিত্য দেব এহেন বিতর্কিত মন্তব্য কবে করেছিলেন। তখন নর্থ-ইস্ট নাও-এর একটি রিপোর্ট পাওয়া যায়। এই রিপোর্টটি ছিল ২০২০ সালের ৩০ জানুয়ারির। অর্থাৎ, পাঁচ বছরেরও আগেকার। 

এই রিপোর্টে বলা হয়, অসমের হোজাই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নেতাজিকে 'বিশ্বের সবথেকে বড় জঙ্গি' বলে আখ্যা দিয়েছেন। সেই স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পাল ও ক্ষুদিরাম বোসকেও উগ্রপন্থী বলে তিনি উল্লেখ করেছেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে অসমের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রস নেতা অর্ধেন্দু দে জানান যে তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। খবর অনুযায়ী, তিনি ২০২০ সালের ২৫ জানুয়ারি অসমের বরপেটায় একটি সভায় অংশ নিয়ে এ কথা বলেন। 

এই বিষয়ে ২০২০ সালের ২৯ জানুয়ারি টেলিগ্রাফেও একটি খবর প্রকাশ পায়। যেখানে জানা যায়, এহেন মন্তব্যের কারণে কংগ্রেসের পক্ষ থেকে রীতিমতো তুলোধনা করা হয় শিলাদিত্য দেবকে। 

Advertisement

শিলাদিত্য কি এখনও বিজেপি বিধায়ক?

২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত এনডিটিভি-র একটি খবর থেকে জানা যায়, সে বছর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিট পাননি। তারপরই তিনি জানান যে তিনি বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন। তবে বর্তমানে তিনি বিজেপিতেই রয়েছেন। অসমের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। 

সেই সঙ্গে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, যে সময় শিলাদিত্য দেব এই বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন ২০২০ সালের ডিসেম্বর মাসে। অর্থাৎ, এই ঘটনার সঙ্গে বর্তমান বিজেপি নেতা শুভেন্দুর প্রসঙ্গ টেনে আনাও অযৌক্তিক। 

ফলে বোঝাই যাচ্ছে যে, ২০২০ সালে করা তৎকালীন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের মন্তব্য বর্তমানে সাম্প্রতিক ঘটনার দাবিতে ভাইরাল হয়েছে। 

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব নেতাজিকে 'বিশ্বের সবথেকে বড় জঙ্গি' বলে আখ্যা দিচ্ছেন।

Conclusion

উক্ত ঘটনাটি ২০২০ সালের জানুয়ারি মাসের। বর্তমানে শিলাদিত্য বিজেপির বিধায়ক নন। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement