সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ ভারতের বিভিন্ন রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ছবি ব্যবহার করে বিনা সুদে লোন পাওয়া যাবে এমন দাবিতে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। এইসব পোস্টে সাধারণ মানুষদের বিনা সুদে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই লোনের জন্য আয়ের প্রমাণপত্র কিংবা ব্যাংক স্টেটমেন্টের কোনও প্রয়োজন নেই।
উদাহরণস্বরূপ, Loan-F5 নামক একটি ফেসবুক পেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অশোক স্তম্ভের একটি ছবি ব্যবহার করে লেখা হয়েছে, “৫০০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। নতুন বাজেট ২০২৫। ১০০% নিরাপদ। সুদমুক্ত পান, কোনও বেতন স্লিপ নেই, আয়ের প্রমাণপত্র নেই, কোনও ব্যাংক স্টেটমেন্ট নেই, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঋণ।” এই পোস্টের সঙ্গে একটি লিঙ্ক জুড়ে দিয়ে সেখানে ক্লিক করতে বলা হয়েছে যার মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক করে দেখেছে যে পশ্চিমবঙ্গ সরকার কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই ধরনের কোনও লোনের প্রস্তাব দেওয়া হয়নি। জালিয়াতির উদ্দেশ্যে সাইবার অপরাধীদের তরফে কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ছবি ব্যবহার করে এই পোস্ট শেয়ার করা হচ্ছে।
কীভাবে জানা গেল সত্য?
বিনা সুদে লোন নাকি আসল উদ্দেশ্য জালিয়াতি?
সবার প্রথম ভাইরাল পোস্টের লিঙ্কে ক্লিক করলে তা সরাসরি নিয়ে চলে যাচ্ছে গুগল প্লে স্টোরের একটি অ্যাপের পেজে। এটি কোনও সরকারি অ্যাপ নয়। বরং সেটি White Wings Solution নামক একটি সংস্থার তরফে বানানো ‘AdharPe - EMI Loan Calculator’ নামক একটি অ্যাপ। আমরা আমাদের অনুসন্ধানে লক্ষ্য করি যে White Wings Solution-র তরফে গুগল প্লে স্টোরে CashLoan - EMI Loan Calculator ও HD Video Player & Music Player নামক আরও দুটি অ্যাপও আপলোড করা হয়েছে।
আমরা যখন এই তিনটি অ্যাপ নিয়ে অনুসন্ধার করার সময় লক্ষ্য করি এর মধ্যে AdharPe এবং CashLoan এই দুটিই ইএমআই ক্যালকুলেটর। তবে এই অ্যাপ দুটিতে ক্লিক করলে সেখানে অন্য বিভিন্ন ঋণ প্রদানকারী অ্যাপ বা ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখা যায়। যার মধ্যে বেশির ভাগই ঋণ প্রদান সংক্রান্ত প্রতারণামূলক বিজ্ঞাপন। এই উভয় অ্যাপ্লিকেশনে আমরা অন্য একটি ঋণ প্রদানকারী সংস্থার বিজ্ঞাপন দেখতে পাই। সেটিতে ক্লিক করলে তা সরাসরি নিয়ে চলে যাচ্ছে গুগল প্লে স্টোরে ‘Fashion Rupee’ নমাক একটি ঋণ প্রদানকারী অ্যাপে। সেই অ্যাপের রিভিউ সেকশনে আমার ব্যবহারকারীদের একাধিক মন্তব্য খুঁজে পাই। সেখানে ৯০ শতাংশ বা তার বেশি মানুষ অ্যাপ্লিকেশনটিকে একটি স্কাম বা প্রতারণা হিসাবে উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, সেখানে ব্যক্তিগত তথ্য দেওয়ার পরে তাদের কাছে ফোন করা হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে। টাকা দিতে অস্বীকার করলে তখন তাদের অশ্লীল ডিপফেক ছবি বানিয়ে ব্লাক মেইল করা হচ্ছে। যা থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় ভাইরাল পোস্টের লিঙ্কটি জালিয়াতির উদ্দেশ্যে তৈরি হতে পারে।
জালিয়াতির ধরণ:
তবে এরপর এবিষয়ে আরও গভীরভাবে জানতে আমরা Loan-F5 নামক যে ফেসবুক পেজ, যেটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে বিনা সুদে লোন পাওয়া যাবে বলে পোস্টটি করা হয়েছে সেটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখি। তখন আমরা লক্ষ্য করি পেজটির বিস্তারিত অংশে একটি ফোন নম্বর (08320879264) ও একটি ইমেল আইডি (capitalapp234@gmail.com) ব্যবহার করা হয়েছে। তবে আমরা নম্বরটিতে ফোন করা চেষ্টা করলে জানতে পারি নম্বরটির কোনও অস্তিত্ব নেই। তবে ট্রু কলারে অনুসন্ধান চালালে আমরা জানতে পারি নম্বরটি গুজরাটের এবং ট্রু কলারে সেটির প্রোফাইল পিকচার হিসাবে ‘ফ্রি-প্যালেস্টাইন’ লেখা একটি ছবি ব্যবহার করা হয়েছে। এই Loan-F5-এর পেজ ট্রান্সপারেন্সি থেকে জানা যায় পেজটি মোট ১১ জনের তরফে চালানো হয়। এদের মধ্যে ১০ জনের লোকেশন ভারত এবং একজনের লোকেশন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বলে সেখানে উল্লেখ করা হয়েছে।
এরপর আমরা আমাদের পরবর্তী অনুসন্ধানে ওই পেজের তরফে ফেসবুকে চালানো বিজ্ঞাপন সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করি। তখন ফেসবুক (মেটা) Ad Library-তে পেজটি সম্পর্কে অনুসন্ধান চালালে জানা যায় Loan-F5 নামক এই পেজটির তরফে ফেসবুকে এখনও পর্যন্ত ৪৭ অ্যাক্টিভ বিজ্ঞাপন চালানো হচ্ছে। আর সেই বিজ্ঞাপনগুলি যখন আমরা খতিয়ে দেখি তখন লক্ষ্য করি প্রতিটি বিজ্ঞাপনই লোন সংক্রান্ত । তবে এই সব বিজ্ঞাপনে কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নয়। বরং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ ভারতের বিভিন্ন রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ছবি-সহ এইসব বিজ্ঞাপন চালানো হচ্ছে। পাশাপাশি যে রাজ্যের নেতা বা মুখ্যমন্ত্রীর ছবি এই লোন সংক্রান্ত বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে সেই বিজ্ঞাপনটি সেই রাজ্যের ভাষাতে প্রচার করা হয়েছে। উদাহরণ হিসাবে যদি কোনও বিজ্ঞাপনে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ছবি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই বিজ্ঞাপনটি হবে পাঞ্জাবী ভাষায়।
জালিয়াতির পিছনে কারা?
আমরা লক্ষ্য করি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছবি ব্যবহার করে যে সব বিজ্ঞাপন চালানো হচ্ছে তাতে ক্লিক করলে তা সরাসরি নিয়ে চলে যাচ্ছে গুগল প্লে স্টোরে Sonu Kardam নামক এক ব্যক্তির তরফে আপলোড করা ‘CashLoan - EMI Loan Calculator’ নামে অন্য একটি অ্যাপে। প্লে স্টোরের অ্যাপ সাপোর্ট আংশে আমরা এই CashLoan অ্যাপটির একটি ফোন নম্বর খুঁজে পাই। +20 11 57188677 নম্বরটি নিয়ে অনুসন্ধান চালালে জানা যায় সেটি ইজিপ্টের কোনও ব্যক্তির। আমরা হোয়াটসঅ্যাপে নম্বরটির মালিকের সঙ্গে যোগযোগ করলে তিনি আমাদের জানান তাঁর নাম ওসামা মহম্মদ। তবে এই লোন সংক্রান্ত অ্যাপ সম্পর্কে তার কোনও ধারণা নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। তার দাবি, তার নম্বর কেউ ভুল করে ওই অ্যাপে ব্যবহার করেছে।
আমরা আমাদের অনুসন্ধানে লক্ষ্য করেছি Loan-F5 নামক ভাইরাল ফেসবুক পেজটির তরফে ইএমআই ক্যালকুলেটর সংক্রান্ত একাধিক অ্যাপ বানিয়ে তা প্লে স্টোরে দেওয়া হয়েছে। এইসব অ্যাপে বিভিন্ন ফোন নম্বর ও ইমেল আইডি ব্যবহার করা হয়েছে। তাদের মধ্যে একাধিক ফোন নম্বরের কোনও অস্তিত্ব নেই। যেসব নম্বর চালু আছে তাতে ফোন করলে আমাদের এই নম্বরগুলি যারা ব্যবাহার করছেন তাদের বেশিরভাগ মানুষই জানিয়েছেন, তারা জানেন না এই অ্যাপে তাদের নম্বর কে দিয়েছে। এর থেকে প্রমাণই হয়ে যায় যে জালিয়াতির উদ্দেশ্যে সাইবার অপরাধীদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের তথা রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করে এই পোস্ট শেয়ার করা হচ্ছে।
২০২৫-এর রাজ্য বাজেটে বিনা সুদে লোনের প্রস্তাব মমতার?
এরপর আমরা বিভিন্ন কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানার চেষ্টা করি পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ২০২৫ সালের বাজেটে সুদ ছাড়ায় ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কিনা। তবে আমরা আমাদের সার্চে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। তবে কিওয়ার্ড সার্চের সময় আমরা ২০২৫ সালের ৮ জানুয়ারি সংবাদ প্রতিদেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে লোন দেওয়া সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাই। সেখানে উল্লেখ করা হয়েছে, “এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম-ছবি ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠল বালুরঘাটে। ইতিমধ্যে সাইবার অপরাধের থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।”
কী জানাচ্ছেন তৃণমূল মুখপাত্র?
এরপর এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের মুখপাত্র তথা দলের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “কিছু প্রতারক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো লোনের বিজ্ঞাপন চালাচ্ছে। আমাদের নজরেও এইসব ভুয়ো বিজ্ঞাপন এসেছে। আমরা রাজ্যের বিভিন্ন দফতরে বিষয়টি নিয়ে অভিযোগও দায়ের করেছি। সাধারণ মানুষকে বলব, আপনারা এই সব প্রতারণামূলক লোনের বিজ্ঞাপনে বিশ্বাস ও ক্লিক করবেন না। এতে আপনাদের সঞ্চিত অর্থ চুরি হয়ে যেতে পারে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার যদি কোনও ঘোষণা করে থাকে তা হলে তা অবশ্যই বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম থেকে জানতে পারবেন বা এমন কোনও তথ্য পেলে তা বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে যাচাই করে নেবেন।”
ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রদত্ত লোন?
এরপর আমরা আমাদের পরবর্তী অনুসন্ধানে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রদান করা বিভিন্ন লোন সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করি। তখন আমরা কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষদের সরকারি লোন প্রদানের জন্য তৈরি JanSamarth-এর অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য খুঁজে পাই। সেখানে আমরা দেখতে পাই ভারত সরকার কৃষি, শিক্ষা কিংবা ব্যবসায়িক-সহ এমন ১৫টি ক্ষেত্রে সাধারণ মানুষকে লোন দিয়ে থাকে। এইসব লোন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। এরপর আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ওয়েবসাইট থেকে জানতে পারি রাজ্যের বিভিন্ন শ্রেণির মানুষদের জন্য সরকার লোন প্রদান করে থাকে। এর মধ্যে পড়ুয়া, ছোট ব্যবসায়ী কিংবা কৃষক উল্লেখযোগ্য।
সবমিলিয়ে বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অপব্যবহার করে জালিয়াতের উদ্দেশ্যে এই পোস্ট ছড়িয়ে পড়েছে এবং এর কোনও বাস্তব সত্যতা নেই।
২০২৫-এর বাজেটে বিনা সুদে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি। জালিয়াতের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ছবি ব্যবহার করে ভুয়ো প্রচার চালানো হচ্ছে।