বাংলা ভাষা নাকি কোনও ভাষাই নয়! আর এমনটা নাকি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তেওয়ারি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এই দাবি-সহ পোস্টকার্ড। যাতে তরুণজ্যোতি তেওয়ারির একটি ছবি ব্যবহার করা হয়েছে এবং লেখা হয়েছে, "বাংলা ভাষা কোনো ভাষাই না!! বঙ্গ বিজেপি নেতা: তরুণজ্যোতি তিওয়ারি"। পোস্ট কার্ডটি বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং বিজেপি নেতার সমালোচনা করেছেন।
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, বিজেপি মুখপাত্রের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
কীভাবে এগোল অনুসন্ধান?
যেহেতু বিজেপি মুখপাত্র হিসেবে তরুণজ্যোতি তেওয়ারি একটা পরিচিত মুখ। তাই তিনি এমন কোনও মন্তব্য করলে, তা নিঃসন্দেহে বড় খবর হত। সেজন্য সোশ্যাল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করে আমরা এই সংক্রান্ত খবর খুঁজে বের করার চেষ্টা করি। তবে কোনও সংবাদ প্রতিবেদন আমাদের নজরে পরেনি।
কিন্তু ফেসবুকের একটি গ্রুপে Zee 24 Ghanta-র একটি বিতর্কের ভিডিয়ো আমাদের নজরে আসে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছিল, "ভিডিওটিতে দেখুন বিজেপির মুখপাত্র জনৈক তরুণজ্যোতি তিওয়ারি বলছে বাংলা আসলে কোন ভাষাই নয়, এর কোন প্রাচীন ঐতিহ্য (এ্যান্টিক ভ্যালু) নেই। হ্যাঁ, এই বাংলার মাটিতে বসে বাংলা একটি চ্যানেলে প্রকাশ্যে একথা বলা যায়। কিন্তু সময় বদলাচ্ছে, বাঙালি অধিকার সচেতন হচ্ছে।
বাঙালির কাছে প্রকাশ্যেই এভাবে একদিন ক্ষমা চাইতে হবে এই বাঙালি বিদ্বেষীদের। বাংলা ভাষা, সংস্কৃতিকে সম্মান না করে বাংলায় রাজনীতি করার সাহস এরা পায় যেসব দালালদের কাছ থেকে তাদেরও ধিক্কার জানাই।" (পোস্টের বানান অপরিবর্তিত) ওই বিতর্কে বিজেপির তরফে উপস্থিত ছিলেন তরুণজ্যোতি তেওয়ারি এবং তৃণমূলের তরফে দেবাংশু ভট্টাচার্য।
ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে আমরা আসল ভিডিয়োটি খুঁজে বের করার চেষ্টা করি। ২০২০ সালের ৭ সেপ্টেম্বর Zee 24 Ghanta-র ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটা ভিডিয়ো খুঁজে পাই। Zee 24 Ghanta-র উপর হওয়া ওই বিতর্কের ভিডিয়োটির ৪.৪৪ মিনিটে তরুণজ্যোতিকে প্রশ্ন করা হয়, জাতীয় শিক্ষা নীতির ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের (ধ্রুপদী ভাষা) তালিকায় কেন বাংলা ভাষা নেই? উত্তরে তিনি বলেন, "ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তালিকায় প্রথম তামিল ঢোকে ২০০৪ সালে, সংস্কৃত ঢোকে ২০০৫ সালে, তেলুগু ও কন্নড় ২০০৮, মালায়ালাম ২০১৩ এবং ওড়িয়া ২০১৪ সালে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ থেকে চেয়েছেন যেন ঢোকে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তালিকায় ঢোকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ সরকারে থাকাকালীন কতগুলো শর্ত দেওয়া হয়েছিল। সেগুলো কী? হাই অ্যান্টিক ভ্যালু থাকতে হলে অর্থাৎ ১৫০০ থেকে ২০০০ বছরের ইতিহাস থাকতে হবে। সেখানে বাংলা ভাষার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, হাজার বছরের আগে মানে চর্যাপদের আগে কোনও স্ক্রিপ্ট পাওয়া যায় না। উৎস পালি এবং প্রাপ্ত ভাষা।" অর্থাৎ, যে পোস্টকার্ডটি যে দাবি করে ভাইরাল হয়েছে, ভিডিয়োতে কোথাও তাঁকে সেই মন্তব্য করতে শোনা যায়নি।
এই বিষয়ে আরও নিশ্চিত হতে আমাদের তরফে বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তেওয়ারির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান, এমন কোনও মন্তব্য তিনি করেননি। তাঁর বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
বাংলা ভাষা কোনও ভাষাই না: তরুণজ্যোতি তেওয়ারি, বঙ্গ বিজেপি নেতা।
তিনি এমন কোনও মন্তব্য করেননি। বিজেপি মুখপাত্রের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।