বছরের শেষে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই রাজনৈতিক দলগুলির প্রচার শুরু হয়ে গেছে। এই আবহে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে গোলাপি রঙের দলীয় প্রতীক গায়ে থাকা ব্যক্তিদের দেখা যাচ্ছে কয়েকজন বিজেপি কর্মীকে তাড়া করে মারধর করতে।
ভিডিওটি শেয়ার করে একে ভোটমুখী বিহারের দৃশ্য বলে দাবি করা হয়েছে। যেখানে নাকি জনগণ বিজেপি কর্মীদের মারধর করছে। ভিডিওটি পোস্ট করে ক্য়াপশনে লেখা হয়েছে, “বিহারে বিজেপিকে পালিশ জনতার।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি বিহারের নয়। এমনকি সাম্প্রতিক কোনও ঘটনারও নয়। এটি ২০২২ সালে ঘটনা তেলেঙ্গানার ঘটনা।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে দেখা যায় ওই একই ভিডিও ২০২২ সালেও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল ঘটনাটি তেলেঙ্গানার দাবি করে। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি ভিডিওটি পোস্ট হয়। যা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
২০২২ সালের ১১ ফেব্রুয়ারি বা তার আগে তেলেঙ্গানায় কোথাও বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে অন্য কোনও দলের কর্মীদের সংঘর্ষ হয়েছিল কিনা এই বিষয়ে জানতে কিওয়ার্ড সার্চ করা হলে ২০২২ সালের ৯ জানুয়ারি প্রকাশিত দ্য হিন্দুর একটি রিপোর্ট পাওয়া যায়। সেই রিপোর্টে বলা হয়, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর দল টিআরএস (যার বর্তমান নাম বিআরএস)-এর কর্মীরা কিছু কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়াতে জড়ো হয়েছিলেন। তখন বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে দুই দলের কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায়। তৎকালীন টিআরএস কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করেন।
এই বিষয়ে তেলেগু ভাষায় কিওয়ার্ড সার্চ করা হলে তেলেগু সংবাদ মাধ্যম এনটিভি নিউজের একটি ভিডিও প্রতিবেদনে ওই একই দৃশ্য দেখা যায়। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ভিডিওটি সম্প্রচার করা হয়েছিল। ভিডিও-র ক্যাপশনে লেখা হয়, তেলেঙ্গানার জনগাঁও এলাকায় বিজেপি ও টিআরএস কর্মীদের মধ্যে এই বচসা ও হাতাহাতি হয়। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, এর আগেও এই একই ঘটনার পৃথক একটি ভিডিও বিভ্রান্তিকর দাবিতে ভাইরাল হয়েছিল। সেই সময়ও ইন্ডিয়া টুডের পক্ষ থেকে এর সত্যতা যাচাই করা হয়।
ফলে সবমিলিয়ে বলাই যায় যে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি তেলেঙ্গানার একটি ঘটনাকে বর্তমানে বিহারের ঘটনা বলে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে।
ভিডিওতে দেখ যাচ্ছে বিহারে কীভাবে জনতা বিজেপি কর্মীদের মারধর করছে।
ভাইরাল ভিডিওটি বিহার নয় বরং তেলেঙ্গানার এবং ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির। বিআরএস (তৎকালীন টিআরএস) কর্মীরা প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল পোড়াতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেয় সেই থেকে বচসা বাঁধে।