Advertisement

ফ্যাক্ট চেক: অযোধ্যায় মসজিদ তৈরির জন্য় ৫০০০ কোটি টাকা দান করেছেন শিল্পপতি আসিফ আজিজ?

সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, অযোধ্যায় নতুন মসজিদ তৈরির জন্য় ৫,০০০ কোটি টাকা দান করেছেন লন্ডন ভিত্তিক শিল্পপতি আসিফ আজিজ।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 07 Mar 2024,
  • अपडेटेड 6:21 PM IST

গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই সকলে অযোধ্যায় নতুন মসজিদ তৈরির অপেক্ষায়। ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টের নির্দেশে মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকাফ বোর্ডকে পাঁচ একর জমি প্রদান করেছে সরকার। বাবরি মসজিদের জায়গার পরিবর্তে জেলার ধন্নিপুরে দেওয়া হয়েছে এই জমি। সেখানেই ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের তরফে বানানো হবে মহম্মদ বিন আবদুল্লাহ নামক নতুন মসজিদ। 

এরই মধ্য়ে এই মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু খবর ভাইরাল হয়েছে। এগুলির কোনটি ভিডিও আকারে, কোনটি ছবি আবার কোনটি সাধারণ পোস্ট। সেখানে দাবি করা হচ্ছে, অযোধ্যায় নতুন মসজিদ তৈরির জন্য় ৫,০০০ কোটি টাকা দান করেছেন লন্ডন ভিত্তিক শিল্পপতি আসিফ আজিজ।

আরও পড়ুন

যেমন 'Any News 360' ও 'Any News 24' নামক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, "অযোধ্যায় রাম মন্দিরের পাশে মসজিদ নির্মাণে পাঁচ হাজার কোটি টাকা দান করলেন আসিফ আজিজ।" পাশাপাশি একই ভিডিওতে বলা হয়েছে, রমজান মাসের প্রথমদিকে এই মসজিদের উদ্বোধন করবেন কাবা শরিফের ইমাম। একই দাবি করা হয়েছে অন্য় একাধিক স্য়োশাল মিডিয়া ব্যবহারকারীদের তরফেও। 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই দাবিটি সম্পূর্ণরূপে মিথ্যা।

যেভাবে জানা গেল সত্যি

সম্প্রতি উদ্বোধন হওয়া রাম মন্দির নির্মাণে খরচ হয়েছে আনুমানিক ১,৮০০ কোটি টাকা। কিন্তু দাবি অনুযায়ী মসজিদ নির্মাণের জন্য় আসিফ আজিজ একাই দান করেছেন ৫,০০০ কোটি টাকা। যেটি রাম মন্দির নির্মাণ খরচ অপেক্ষা প্রায় তিনগুণ। কোন ব্য়ক্তি মসজিদ তৈরির জন্য এত বড় আর্থিক অনুদান করে থাকলে সেই সংক্রান্ত খবর প্রথম শ্রেণির সংবাদ মাধ্য়মগুলিতে অবশ্যই প্রকাশিত হত। কিন্তু এবিষয়ে কিওয়ার্ড সার্চ করে আমরা এমন কোনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন পাইনি। এর থেকেই এই দাবির সত্য়তা নিয়ে প্রশ্ন উঠে যায়।

Advertisement

ভাইরাল দাবির সত্য়তা যাচাই করতে আমরা মসজিদ নির্মাণের দায়িত্বে থাকা উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকাফ বোর্ডের চেয়ারম্য়ান জাফর আহমেদ ফারুকির সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, "এই দাবি সম্পূর্ণ বোগাস। নতুন মসজিদ তৈরির জন্য আসিফ আজিজ কোন অনুদান করেননি। স্য়োশাল মিডিয়ায় ৫,০০০ কোটি টাকা দান সংক্রান্ত যেসব খবর ভাইরাল হচ্ছে সবগুলোই মিথ্যা।"  

তবে কিওয়ার্ড সার্চ করার সময় আমরা আসিফ আজিজের মসজিদ নির্মাণ সংক্রান্ত নবভারত টাইমসের ১৮ জুলাই ২০২৩-এর অন্য একটি প্রতিবেদন খুঁজে পাই। যেখানে লেখা হয়েছে, আসিফ আজিজকে লন্ডনের বিখ্য়াত বিনোদন পেক্ষাগৃহ ট্রোকাডেরোয় মসজিদ তৈরির অনুমতি দিয়েছে দেশটির ওয়েস্ট মিনস্টার কাউন্সিলর। তবে এই মসজিদ নির্মাণের খবরের সঙ্গে অযোধ্য়ায় নতুন মসজিদ তৈরির জন্য ৫,০০০ কোটি টাকা দান করার কোনও সম্পর্ক সেখানে পাওয়া যায়নি। 

অতএব, এ থেকে প্রমাণিত সোশ্যাল মিডিয়ায় অযোধ্যায় নতুন মসজিদ তৈরির জন্য় আসিফ আজিজ ৫,০০০ কোটি টাকা দান করেছেন বলে যে দাবি করা হচ্ছে তা সত্য নয়। 

পাশাপাশি, এই দাবির সত্য়তা যচাই করতে আমাদের তরফে আসিফ আজিজের দপ্তরে ইমেল মারফত যোগাযোগ করা হয়েছে। সেই ইমেলের কোনও উত্তর এলে প্রতিবেদনটি আপডেট করা হবে।

কে এই আসিফ আজিজ?

আসিফ আজিজ হলেন ব্রিটিশ শিল্পপতি ও সমাজসেবী। যিনি ১৯৬৭ সালে আফ্রিকার ছোট্ট দেশ মালাউইযের দ্বিতীয় বৃহত্তর শহর ব্লানটায়ারের জন্মগ্রহণ করেন। তিনি একাধারে 'ক্রাইটেরিয়ন ক্যাপিটাল' নামক সংস্থার মালিক ও আজিজ ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা। তিনি ব্রিটেনের সপ্তম ধনী মুসলিম ব্যবসায়ী। বর্তমানে তাঁর মোট সম্পদের মূল্য প্রায় ৩.৪ বিলিয়ন পাউন্ড।

(স্টোরি: সুরজউদ্দিন মন্ডল)

 

Fact Check

Claim

অযোধ্যায় নতুন মসজিদ তৈরির জন্য় ৫,০০০ কোটি টাকা দান করেছেন লন্ডন ভিত্তিক শিল্পপতি আসিফ আজিজ।

Conclusion

অযোধ্যায় নতুন মসজিদ তৈরি করার জন্য় কোন টাকা দান করেননি আসিফ আজিজ। স্য়োশাল মিডিয়ায় এই সংক্রান্ত যেসব দাবি করা হচ্ছে সেগুলি সম্পূর্ণ মিথ্য়া।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement