Advertisement

ফ্যাক্ট চেক: চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি! না, এমন কোনও মন্তব্য করেননি তুলসি গ্যাবার্ড

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রস্তাবিত অধিকর্তা তুলসি গ্যাবার্ড।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 11:48 AM IST

পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তুলসি গ্যাবার্ডকে আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্তা হিসেবে বেছে নেওয়ার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। নামের কারণে অনেকেই ভাবেন যে তুলসি হলেন ভারতীয় বংশোদ্ভূত। কিন্তু তাঁর সঙ্গে ভারতের কোনও যোগ নেই। বরং আমেরিকার সামোয়ার মেয়ে তিনি। তুলসির মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। আর সন্তানের নামকরণ করেছিলেন হিন্দু নামেই। তুলসিও নিজেকে হিন্দু হিসাবেই পরিচিতি দেন।

এবার তুলসি গ্যাবার্ড সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখ চিন্ময় কৃষ্ণ দাস জড়িয়ে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধ্যভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তুলসি গ্যাবার্ড।  উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বললেন-তুলসী গ্যাবার্ড। জয় সনাতন!” (সব বানান অপরিবর্তিত।) একই দাবি-সহ আরও পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তুলসি গ্যাবার্ড। বরং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গে আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেলকে করা প্রশ্নে তুলসি গ্যাবার্ডের প্রসঙ্গ উঠে আসে। আর সেই প্রশ্নের সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দাবি ছড়িয়েছে।

কীভাবে জানা গেল সত্য?

প্রথমত, বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গে তুলসি গ্যাবার্ড কোনও মন্তব্য করে থাকলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির আন্তর্জাতিক তথা বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত হত। তাই ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করি। কিন্তু সেই সার্চে এমন কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়। এমনকি তুলসি গ্যাবার্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডেলফেসবুক পেজওয়েবসাইট এবং ইউটিউব চ্যনেলেও এই সংক্রান্ত কোনও পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

তবে আমাদের সার্চে ২০২৪ সালের ৪ ডিসেম্বর বিডি নিউজ-২৪ নামক একটি বাংলাদেশি পোর্টালের প্রতিবেদনে তুলসি গ্যাবার্ড ও চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ পাওয়া যায়। তবে সেখানে তুলসি গ্যাবার্ড চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে অবৈধ বলেছেন বলে কোনও তথ্য উল্লেখ করা হয়নি। বরং সেই প্রতিবেদনে আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করার সময় এক সাংবাদিক চিন্ময় কৃষ্ণ দাসকে তুলসি গ্যাবার্ডের মত একজন ইসকনের সদস্য বা ভক্ত হিসাবে উল্লেখ করেন সেই কথা লেখা হয়েছে। 

এরপর এই সংক্রান্ত পরবর্তী সার্চে ২০২৪ সালের ৩ ডিসেম্বর আমেরিকার বিদেশ দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিয়ে দফতরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলের প্রেস ব্রিফিংটি ভিডিও এবং লিখিত আকারে পাওয়া যায়। সেই প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে একজন সাংবাদিক বেদান্ত প্যাটেলকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হওয়া অত্যচার নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে তিনি বলেন, “প্রতিটি সরকার, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এ ক্ষেত্রে আমাদের একটাই নীতি। সেটি হল, সাধারণ মানুষের মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানাতে হবে। পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।” 

এরপর ওই সাংবাদিকের তরফে বেদান্ত প্যাটেলের কাছে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি অবৈধ কিনা তা জানতে চাওয়া হয়। প্রশ্ন করার সময় ওই সাংবাদিক চিন্ময় কৃষ্ণ দাসকে পরিচয় করিয়ে দিতে তাঁকে তুলসি গ্যাবার্ডের মত একজন ইসকনের সদস্য বা ভক্ত হিসাবে উল্লেখ করেন। সেই প্রশ্নের উত্তের মিঃ প্যাটেল বলেন, “এ বিষয়ে আমার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে যাদেরকে গ্রেফতার বা আটক করা হয়েছে তারাও যেন সঠিকভাবে নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে। পাশাপাশি তাদের সঙ্গে যেন মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার মেনে আচরণ করা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা জোর ও চাপ দিয়ে যাব।”

এখানে উল্লেখ্য, সম্প্রতি তুলসি গ্যাবার্ড বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গে কোনও মন্তব্য না করলেও অতীতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হওয়া অত্যচার নিয়ে তাঁকে একাধিকবার কথা বলতে দেখা গেছে। ২০২১ সালের ২ এপ্রিল এবং ওই বছরের ২০ অক্টোবর নিজের নিজের অফিশিয়াল ইউটিউব চ্যনেলে তিনি বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানান। 

এর থেকে প্রমাণ হয় যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে বেআইনি দাবি করে কোনও মন্তব্যই করেননি আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রস্তাবিত অধিকর্তা তুলসি গ্যাবার্ড।

ফ্যাক্ট চেক

দাবি

চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রস্তাবিত অধিকর্তা তুলসি গ্যাবার্ড।

ফলাফল

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে বেআইনি দাবি করে কোনও মন্তব্যই করেননি তুলসি গ্যাবার্ড। বরং চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেলকে করা প্রশ্নে তুলসি গ্যাবার্ডের প্রসঙ্গ উঠে আসে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement