Advertisement

ফ্যাক্ট চেক: সংসদে অমিত শাহের বক্তব্যের অসম্পূর্ণ ভিডিও বিভ্রান্তিকর দাবিতে শেয়ার

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিও ক্লিপটি অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর। অমিত শাহের উক্ত বক্তব্যের পুরো অংশটি শুনলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 6:01 PM IST

অপারেশন সিন্দুর নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে সংসদে বাদল অধিবেশনে বিশেষ সময় নির্ধারণ করা হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাকি বিরোধী দলের প্রতিনিধিরাও নিজেদের বক্তব্য রেখেছিলেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহের একটি ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক দাবি করা হচ্ছে। 

ভিডিওটি ছড়িয়ে বলা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, "জঙ্গিরা ভারতে ঢুকলে কী যায় আসে।" ভিডিও-তে অমিত শাহকে হিন্দিতে যা বলতে শোনা যাচ্ছে তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "কেউ ঢুকেও যায় যদি তাতে কী হয়েছে..।"

ভিডিও-র এই অংশটি ফেসবুকে শেয়ার করে ভিডিও-র ওপরে লেখা হয়েছে, "পাকিস্তানের বর্ডার দিয়ে জঙ্গিরা ঢুকে গেছে তো কি হয়েছে সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রী স্পষ্ট বললেন "জঙ্গিরা ঢুকে পাড়ছিল, তাতে কি যায় আসে??" জঙ্গীপ্রেমী বিজেপি হাঁটাও দেশ বাঁচাও।" 

আরও পড়ুন

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "বোডার দিয়ে পাকিস্তানি জঙ্গি ঢুকলে কি হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,,, এই কথাটাই যদি মমতা ব্যানার্জি বা অন্য কোন বিরোধী নেতা বলতেন তাহলে এতক্ষণ গদি মিডিয়া এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা দেশদ্রোহীতা বলে ঢোল পিটাতো....।" 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিও ক্লিপটি অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর। অমিত শাহের উক্ত বক্তব্যের পুরো অংশটি শুনলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। 

অমিত শাহ আসলে কী বলেছিলেন? 

কিওয়ার্ড সার্চের মাধ্যমে অমিত শাহের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিওটি সংসদ টিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২৯ জুলাই, যেদিন অমিত শাহ অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় বক্তব্য রাখছিলেন, সেদিনই ভিডিওটি আপলোড করা হয়ে সংসদ টিভি এবং অমিত শাহের ইউটিউব চ্যানেলে। 

ভাইরাল ভিডিওতে থাকা প্রশ্নবিদ্ধ অংশটি এই ১ ঘণ্টা ১৫ মিনিটের ভিডিও-র ১ ঘণ্টা ১২ মিনিটের মাথায় দেখা যাবে। এই অংশে বিরোধীদের উদ্দেশ্য করে অমিত শাহকে বলতে শোনা যায়, "আপনারা কখনও সিমান্তে গিয়েছেন? পাকিস্তানে তো অনেক বার গিয়েছেন, আবার বলছি। কখনও সীমান্তে গিয়েছেন? আমাদের জওয়ানদের ক্ষমতা দেখুন। মাইনাস ৪৩ ডিগ্রি শীতে পাহাড়ে থাকেন, নদী-নালার মাঝে নজরদারী চালান।"

Advertisement

এরপরেই শাহ বলেন, "কেউ যদি ঢুকেও যায় তো কী হয়েছে। যদি কেউ ঢুকে পড়ে, সে ছাড় পাবে না। হয় আমরা তাকে গ্রেফতার করবো, নাহলে এনকাউন্টারে মারা পড়বে। ছাড় কেউ পাবে না।" এরপর বিরোধীদের নিশানায় নিয়ে শাহ বলেন যে তাঁরা ভৌগলিক অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কেও অবগত নয়। 

অমিত শাহের এই বক্তব্য থেকেই স্পষ্ট, সংসদে তাঁর ভাষণের একটি অংশ কেটে এমনভাবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। 

Fact Check

Claim

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে, “জঙ্গিরা ঢুকে পড়েছিল, তাতে কি যায় আসে?”

Conclusion

ভিডিওটি অসম্পূর্ণ ও প্রেক্ষাপট-বিহীন। আসলে অমিত শাহ বলেছিলেন, "কেউ যদি ঢুকেও যায় তো কী হয়েছে। যদি কেউ ঢুকে পড়ে, সে ছাড় পাবে না। হয় আমরা তাকে গ্রেফতার করবো, নাহলে এনকাউন্টারে মারা পড়বে। ছাড় কেউ পাবে না।" 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement