সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকা এক মহিলাকে আঁকড়ে ধরে বসে থাকতে এবং ভয়ার্তভাবে তার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি শাসিত উত্তর প্রদেশে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক মহিলার। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ডবল ইঞ্জিনের ইউপি। বিনা চিকিৎসায় মৃত্যু। #ইউপি #ভারত।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর মহিলার বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি। বরং উত্তর প্রদেশের ইটাওহা জেলায় সমবায় সমিতির তরফে দেওয়া সার বিতরণের লাইনে দাঁড়িয়ে অচৈতন্য হয়ে পড়েন লক্ষ্মী দেবী নামক ওই মহিলা।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করার সময় সেটির ফ্রেমের উপরে এনডিটিভি ইন্ডিয়ার লোগো দেখতে পাওয়া যায়। সেই তথ্যের উপরে ভিত্তি করে ও ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ৬ আগস্ট এনডিটিভি ইন্ডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনামে উল্লেখ করা হয়েছে, “উত্তর প্রদেশের ইটাওহাতে সারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ক্লান্তির কারণে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান।”
এরপর এ বিষয়ে পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও এবং এর স্ক্রিনশট-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট স্থানীয় সমবায় সমিতির তরফে উত্তর প্রদেশের ইটাওহা জেলার মিরাহচি থানার বাধোলি গ্রামে কৃষকদের জন্য সার বিতারণের আয়োজন করা হয়। সেই সার নেওয়ার জন্য সকাল থেকে কয়েক ঘন্টা ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এবং প্রচণ্ড গরমের করণে ক্লান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়েন লক্ষ্মী দেবী নামক এক কৃষকের স্ত্রী। পরবর্তীতে পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় চিকিৎসার জন্য ওই মহিলাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু আমাদের অনুসন্ধানে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যেখানে বিনা চিকিৎসায় লক্ষ্মী দেবীর মৃত্যু হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এরপর আমরা মিরাহচি থানার এসএইচও ওমপ্রকাশ সিংয়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, "দীর্ঘ সময় সার বিতরণের লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন লক্ষ্মী দেবী নামক ওই মহিলা। সেই ভিডিও পরে ভাইরাল হয়।পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং বর্তমানে তিনি সুস্থ অবস্থায় তার বাড়িতেই আছেন। বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর।” আজ তকের ইটাওহা জেলার সাংবাদিক দেবেশ পাল সিংও আমাদের এই একই তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত উত্তর প্রদেশে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক মহিলার।
ভিডিওর মহিলার বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি। বরং উত্তর প্রদেশের ইটাওহা জেলায় সমবায় সমিতির তরফে দেওয়া সার বিতরণের লাইনে দাঁড়িয়ে অচৈতন্য হয়ে পড়েন লক্ষ্মী দেবী নামক ওই মহিলা।