সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে জলে ডুবে থাকা একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোলের শিশু-সহ একটি বাইকের পিছনের সিট থেকে পড়ে যেতে দেখা যাচ্ছে এক মহিলাকে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পশ্চিমবঙ্গে জলমগ্ন একটি বেহাল রাস্তায় কোলের শিশু সন্তানকে নিয়ে বাইক থেকে পড়ে গিয়েছেন এক মহিলা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “একটুর জন্য শিশুটি প্রাণে বাঁচলো, চোর মমতার ভয়ংকর উন্নয়ন।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের নয় এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনও সম্পর্ক নেই। বরং এটি পাকিস্তানের করাচির ঘটনা।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে পাকিস্তান ভিত্তিক একাধিক এক্স হ্যান্ডেলে ২০২৫ সালের ২০ এবং ২১ অগস্ট এই একই ভিডিও পাওয়া যায়। প্রত্যেকটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওগুলি শেয়ার করে সেটিকে পাকিস্তানের করাচির ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে গত ২০ অগস্ট Facture নামক পাকিস্তানের করাচি-ভিত্তিক একটি ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ একটি বিস্তারিত পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, বেহাল নিকাশি ব্যবস্থারা কারণে করাচির জলমগ্ন একটি রাস্তায় লুকিয়ে থাকা গর্তে পড়ে ধাক্কা খাওয়ায় বাইক থেকে জলে পড়ে যায় এক মহিলা ও তার কোলের শিশু সন্তান।
এরপর ভিপিএন ব্যবহার করে এই সংক্রান্ত আরও অনুসন্ধান চালালে Neo News ও Capital TV-সহ একাধিক পাকিস্তানের জাতীয় সংবাদমাধ্যমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়া করাচির একটি রাস্তায় বাইক থেকে পড়ে যায় ওই মহিলা-সহ তার কোলে থাকা সদ্যজাত শিশু সন্তান।
পাশাপাশি, আমরা ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণের সময় সেখানে পুলিশের পোশাকে এক ব্যক্তিকে ওই মহিলাকে সাহায্য করতে দেখতে পাই এবং তার পোশাকের বাম সাইডের হাতাতে পাকিস্তানের পতাকা দেখা যায়। এরপর করাচি পুলিশের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের তুলনা করলে স্পষ্ট হয়ে যায় ওই ব্যক্তি করাচি পুলিশের একজন কর্মী।
এর থেকে প্রমাণ হয় যে, পাকিস্তানের করাচিতে জলমগ্ন বেহাল রাস্তায় কোলের শিশুকে নিয়ে মহিলার বাইক থেকে পড়ে যাওয়ার ভিডিও পশ্চিমবঙ্গের ঘটনা দাবি করে শেয়ার করা হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পশ্চিমবঙ্গে জলমগ্ন একটি বেহাল রাস্তায় কোলের শিশু সন্তানকে নিয়ে বাইক থেকে পড়ে গিয়েছেন এক মহিলা।
ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের নয় এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনও সম্পর্ক নেই। বরং এটি পাকিস্তানের করাচির ঘটনা।