Advertisement

ফ্যাক্ট চেক: গরু পাচারকারী সন্দেহে মুসলিমদের হেনস্তা করা সেই BJP নেতাকে মারধর জনতার?

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর সঙ্গে সম্প্রতি পারিজাত গঙ্গোপাধ্যায় ও তার সমর্থকদের তরফে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে মারধরের ঘটনার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৪ সালের আগস্টের ভিডিও, যেখানে দুর্গাপুরে বিজেপির ডাকা বাংলা বনধে পারিজাত-সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীদের মারধর করে তৃণমূল নেতৃত্ব।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 4:44 PM IST

সম্প্রতি দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে একটি গাড়ি আটকে কয়েকজনকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, কৃষিকাজের জন্য গরু কিনে বাড়ি ফেরার সময় রাস্তার মাঝেই আক্রান্তদের গলায় ও হাতে দড়ি বেঁধে কান ধরে হাঁটানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হলেও এখনও পুলিশের জালে অধরা মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায়।

আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও। যেখানে কোনও একটি প্রকাশ্য রাস্তায় হাতে তৃণমূলের পতাকা নিয়ে কয়েকজন ব্যক্তিকে পারিজাত-সহ দুই-একজনকে মারধর করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি গরু পাচারকারী সন্দেহে কয়েকজন মুসলিম ব্যক্তিকে হেনস্তার অভিযোগে বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে বেধড়ক মারধর করেছে সাধারণ মানুষ।  

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,“পুলিশ তাকে খুঁজে পাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ ঠিকই তাকে খুজে পেয়েছে। এই হল বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি। যে গরু পাচারাকী সন্দেহে কয়েকজন অসহায় মুসলি** লোককে মেরেছিল, আর আজ যখন পারিজাত তার বাড়ি থেকে বের হয় তখন তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকেরা বাটাম দিয়েছে।” (সব বানান অপরিবর্তিত)  

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর সঙ্গে সম্প্রতি পারিজাত গঙ্গোপাধ্যায় ও তার সমর্থকদের তরফে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে মারধরের ঘটনার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৪ সালের আগস্টের ভিডিও, যেখানে দুর্গাপুরে বিজেপির ডাকা বাংলা বনধে পারিজাত-সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীদের মারধর করে তৃণমূল নেতৃত্ব।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওটি সন্দেহজনক। কারণ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাস্তায় গরু ভর্তি গাড়ি আটকে কয়েকজনকে হাত বেঁধে মারধরের ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই এবং পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করার পর বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় গা ঢাকা দিয়েছেন। কিন্তু ভাইরাল ভিডিওতে তাকে প্রকাশ্য রাস্তার উপরে দেখা যাচ্ছে। যা থেকে অনুমান করা যায় যে এটি কোনও পুরনো এবং ভিন্ন ঘটনার ভিডিও হলেও হতে পারে।

Advertisement

অন্যদিকে ভিডিওটি পর্যবেক্ষণ করার সময় আমরা এর ফ্রেমের উপরে ‘দুর্গাপুর দর্পণ’ নামের একটি লোগে দেখতে পাই। সেই সূত্র ধরে এই সংক্রান্ত অনুসন্ধান চালালে ২০২৪ সালের ২৮ আগস্ট ‘দুর্গাপুর দর্পণ’ নামক দুর্গাপুর ভিত্তিক একটি নিউজ পোর্টালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘বিজেপি যুবনেতাকে তুমুল মার, বিধায়ককে লাঠিপেটা’ শিরোনামে ভাইরাল ভিডিওর বর্ধিত সংস্করণটি পাওয়া যায়। পাশাপাশি ভিডিওর বিস্তারিত অংশে লেখা হয়েছে, “ভিড়িঙ্গিতে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলে বিজেপি। বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সহ বহু কর্মী এমন কি মহিলাদেরও মারধর করা করা হয় বলে অভিযোগ বিজেপির।”

পাশাপাশি, ‘দুর্গাপুর দর্পণ’এর ভিডিওর বিস্তারিত অংশ আমরা এই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদনের লিঙ্ক খুঁজে পাই। ২০২৪ সালের ২৮ আগস্ট ‘দুর্গাপুর দর্পণ’এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সেই প্রতিবেদন থেকে জানা যায়, এদিন পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর শহরের বেনাচিতি বাজারে বাংলা বনধের সমর্থনে মিছিল বার করে বিজেপি নেতা ও কর্মীরা। সেই মিছল থেকে বাজারে যেসব দোকান খোলা রাখা হয়েছিল সেগুলি জোর করে বন্ধ করে দেয় বিজেপি কর্মীরা। পাশাপাশি রাস্তায় চলমান বাস চলতে বাধা দেয় বিজেপি কর্মীরা। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় বনধের বিরুদ্ধে মিছিল শুরু করে কিছু তৃণমূল কর্মী এবং তারা বিজেপি কর্মীদের কাজে বাধা দিতে শুরু করে। এক পর্যয়ে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল সমর্থকরা স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই-সহ একাধিক বিজেপি কর্মীদের মারধর করা হয়।

এরপর এই সংক্রান্ত আরও অনুসন্ধান চালালে ২০২৪ সালের ২৮ এপ্রিল আকাশবাণী সংবাদ বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও এই একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, “বর্ধমানে বন্ধের সমর্থনে মিছিলে বেড়িয়ে বিজেপি বিধায়ক সহ নেতাকর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বেনাচিতি ভিড়িঙ্গি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহীনি এসে পরিস্থিতি সামাল দেন।” সেই ভিডিওতেও বিজেপির যুব নেতা পারিজাত-সহ অন্যান্যদের তৃণমূল কর্মীদের হাতে হেনস্তা হতে দেখা যায়। 

তবে এরপর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আমরা ‘দুর্গাপুর দর্পণ’এর এডিটর অর্পিতা মজুমদারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের বিষয়টি নিশ্চিত করে জানান যে, “ভাইরাল ভিডিওর সঙ্গে সম্প্রতি পারিজাত গঙ্গোপাধ্যায় ও তার সমর্থকদের তরফে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে মারধরের ঘটনার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৪ সালের আগস্টের ভিডিও। সেই সময় দুর্গাপুরে বিজেপির ডাকা বাংলা বনধে পারিজাত-সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীদের মারধর করে তৃণমূল নেতৃত্ব। ভিডিওটি সেই ঘটনার।” আজতকের পশ্চিম বর্ধমানের সাংবাদিক অনিল গীরিও আমাদের এই একই তথ্য প্রদান করেন।

এর থেকে প্রমাণ হয় যে, সম্প্রতি গরু পাচারকারী সন্দেহে মারধরের ঘটনার প্রতিক্রিয়া দাবিতে শেয়ার করা হচ্ছে, বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের হেনস্তা হওয়ার পুরনো ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, সম্প্রতি গরু পাচারকারী সন্দেহে কয়েকজন মুসলিম ব্যক্তিকে হেনস্তার অভিযোগে বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে বেধড়ক মারধর করেছে সাধারণ মানুষ।

Conclusion

ভাইরাল ভিডিওর সঙ্গে সম্প্রতি পারিজাত গঙ্গোপাধ্যায়ের তরফে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে মারধরের ঘটনার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৪ সালের আগস্টের ভিডিও, সেই সময় রাজনৈতিক কারণে তৃণমূল কর্মীদের হাতে হেনস্তার শিকার হন পারিজাত-সহ অন্যান্যরা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement