সম্প্রতি সামাজাকি যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি ঢালাই মেশিনবহনকারী গাড়ি থেকে কংক্রিট ঢালার সময় তা থেকে কংক্রিটের পাশাপাশি একটি মৃতদেহ বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, কলকাতায় একজন মুসলিম শ্রমিক তার কাজের টাকা চাওয়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কিছু ব্যক্তিকে তাকে খুন করে তার দেহ ঢালাই মেশিনের ভিতরে ফেলে দিয়েছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,“কলকাতার একটি কংক্রিট অফিসে কাজ করতেন একটি মুসলিম শ্রমিক,, কাজের টাকা চাইতে গেলে কিছু উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে মেরে ডালাই মেশিনের ভিতরে ফেলে দেয়,,,,,,।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি কলকাতার তো নয়ই, এমনকি এর সঙ্গে ভারতেরও কোনও সম্পর্ক নেই। বরং ভিডিওটি ২০১৭ সালের ৮ মার্চ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের ঘটনা।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি সন্দেহজনক। কারণ সম্প্রতি কলকাতায় কোনও মুসলিম শ্রমিককে মেরে তার দেহ ঢালাই মেশিনের ভিতরে ফেলে দেওয়া হলে সেই সংক্রান্ত খবর অবশ্যই বাংলা তথা জাতীয় সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়। এমনকি আমরা আমাদের অনুসন্ধানে সম্প্রতি ভারতেও এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে কোনও তথ্য খুঁজে পাইনি। যা থেকে অনুমান করা যায় যে ভিডিওটি সাম্প্রতিক নয় কিংবা এটি কলকাতা কিংবা ভারতের ঘটনা নয়।
তাই এরপর ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০১৯ সালের ১৭ জানুয়ারি একটি রেডিট হ্যান্ডেলে এই একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে এটি ডোমিনিকান প্রজাতন্ত্রের ঘটনা হিসাবে উল্লেখ করেছেন।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত একাধিক অনুসন্ধান চালালে এই একই ভিডিও-সহ ২০১৭ সালের মার্চ মাসে একাধিক ডোমিনিকান সংবাদমাধ্যমে স্প্যানিশ ভাষায় প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালের ৮ মার্চ ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্টো ডোমিঙ্গো নর্টের সাবানা পেরডিদা এলাকায় CEMEX Dominicana নামক একটি সিমেন্ট কোম্পানির ঢালাই মেশিনের ভিতরে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। তবে ভিডিওটি ১৫ মার্চ প্রথমে প্রকাশ্যে আসে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই সংক্রান্ত আরও অনুসন্ধান চালালে আমরা ২০১৭ সালের ১৫ মার্চ CEMEX Dominicana-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি বিবৃতি পাওয়া যায়। সেই বিবৃতিতে কোম্পানির তরফে তাদের গাড়ি থেকে মৃতদেহটি পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। তবে বিবৃতিতে জানানো হয়, ঢালাই মেশিনের গাড়িটি গত চারদিন যাবৎ অন্য একটি নির্মাণক্ষেত্রে ছিল। যার কারণে এই মৃতদেহ পাওয়ার ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি পুরো ঘটনাটি বর্তমানে পুলিশ তদন্ত করছে বলেও সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর থেকে প্রমাণ হয় যে, কলকাতায় মুসলিম শ্রমিককে মেরে তার দেহ ঢালাই মেশিনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে দাবি করে শেয়ার করা হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্রের পুরনো অসম্পর্কিত ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতায় একজন মুসলিম শ্রমিক তার কাজের টাকা চাওয়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কিছু ব্যক্তিকে তাকে খুন করে তার দেহ ঢালাই মেশিনের ভিতরে ফেলে দিয়েছে।
ভাইরাল ভিডিওটি কলকাতার তো নয়ই, এমনকি এর সঙ্গে ভারতেরও নয়। ভিডিওটি ২০১৭ সালের ৮ মার্চ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের ঘটনা।