সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে অন্ধকারাচ্ছন্ন একটি রাস্তার পাশে এক যুবককে সেখানে উপস্থিত অন্যান্য বেশ কয়েকজন যুবককে মারধর করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যে (ইংল্যান্ড) স্থানীয়দের দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় কয়েকজন ভারতী যুবককে বেধড়ক মারধর করেছে দেশটির বাসিন্দারা।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “যুক্তরাজ্যের স্থানীয় বাসিন্দাকে দেখে জয় শ্রীরাম বলেছিল বাকিটা ভিডিওতে দেখো ভারতীয়রা যেখানে যায় সেখানে লা... থি খাইl” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি যুক্তরাজ্য বা ইংল্যান্ডের নয়, এমনকি এর সঙ্গে ‘জয় শ্রী রাম’ স্লোগানের কোনও সম্পর্ক নেই। বরং এটি চলতি বছরের ১৬ মার্চ থাইল্যান্ডের পাটায়ায় বেলজিয়ামের এক এমএমএ ফাইটারের সঙ্গে ৪ ভারতীয় যুবকের গাড়ি পার্কিং সংক্রান্ত বিবাদের দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ২০ মার্চ একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “১৬ মার্চ গাড়ি পার্কিং সংক্রান্ত বিবাদের জেরে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে ৪ জনকে মারধর করেছে বেলজিয়ামের এক এমএমএ ফাইটার।”
এরপর উক্ত তথ্যের উপর ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে থাইল্যান্ড ভিত্তিক একাধিক সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিও এবং এর স্ক্রিনশট-সহ বেশকিছু প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ১৬ মার্চ মধ্যরাতে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে পাটায়ায় একটি হোটেল বা আবাসনের প্রবেশ পথ আটকে নিজেদের গাড়ি পার্কিং করছিল এক ভারতীয় যুবক। একই সময়ে ২২ বছর বয়সী বেলজিয়ামের এমএমএ ফাইটার ম্যাক্সিম আরবিল এবং তার থাই স্ত্রী হোটেলে ঢুকতে গিয়ে লক্ষ্য করেন প্রবেশ পথে একটি গাড়ি পার্কিং করা রয়েছে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, তখন ম্যাক্সিম আরবিল ও তার স্ত্রী ওই গাড়ির ড্রাইভার তথা ভারতীয় যুবককে গাড়িটে প্রবেশ পথ থেকে সরিয়ে অন্যত্রে পার্কিংয়ের জন্য বললে তাদের মধ্যে মৌখিক বিবাদ এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। এমতো অবস্থায় প্রায় ৫ মিনিট পরে ওই ড্রাইভারের অন্য তিনজন ভারতীয় পর্যটক বন্ধু হঠাৎই পিছন দিক থেকে এসে ম্যাক্সিম আরবিলের উপরে হামলা চালায়। তখন মিক্স মার্শাল আর্টসের প্রশিক্ষণ প্রাপ্ত ফাইটার ম্যাক্সিম একাই তাদের ৪ জনকে বেধড়ক মারধর করে। যদিও এই ঘটনার ২০ মিনিট পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে কোনও পক্ষের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এর থেকে প্রমাণ হয় যে, থাইল্যান্ডের ভিন্ন ঘটনার ভিডিও যুক্তরাজ্যে (ইংল্যান্ড) স্থানীয়দের দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় ভারতীদের মারধর করা হয়েছে বলে বিভ্রান্তিকর দাবি-সহ সোশ্যাল মিডিয়া শেয়ার করা হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে (ইংল্যান্ড) স্থানীয়দের দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় কয়েকজন ভারতী যুবককে বেধড়ক মারধর করেছে দেশটির বাসিন্দারা।
ভিডিওটি যুক্তরাজ্য বা ইংল্যান্ডের নয়, এমনকি এর সঙ্গে ‘জয় শ্রী রাম’ স্লোগানের কোনও সম্পর্ক নেই। বরং এটি থাইল্যান্ডের পাটায়ায় বেলজিয়ামের এক এমএমএ ফাইটারের সঙ্গে ৪ ভারতীয় যুবকের গাড়ি পার্কিং সংক্রান্ত বিবাদের দৃশ্য।