
ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রের জন্য ঐতিহ্যবাহী দিন হলো ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনেই ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় পাকিস্তানকে পরাজিত করে স্বাধীনতা লাভ করেছিল শেখ মুজিবুর রহমানের দেশ। তাই এই বিশেষ দিনটিকে প্রতিবছরই উভয় দেশের তরফে ‘বিজয় দিবস’ হিসাবে উদযাপন করা হয়। গত মঙ্গলবার ৫৪তম ‘বিজয় দিবস’ পালনের আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে এই সংক্রান্ত একটি ছবি।
যেখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাতে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের ছবি-সহ হাতে একটি প্ল্যাকার্ডে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডটি লেখা আছে, “১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, ১৯৭১ সালে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ মুজিবুরের এই অবদান বাংলার মানুষ কোনদিন ভুলবে না, ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।”
ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ মুজিবুর রহমানের ছবি-সহ বাংলাদেশিদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে নিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,এটায় হচ্ছে সম্মান। #Norendramodi #জয় বাংলা জয় বঙ্গবন্ধু..” (সব বানান অপরিবর্তিত)
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটি এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
সত্য উন্মোচন
প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশের নাগরিকদের বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে থাকলে সেই সংক্রান্ত খবর অবশ্যই ভারত এবং বাংলাদেশের প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিশিয়াল এক্স, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই ধরনের ছবি-সহ কোনও পোস্ট পাওয়া যায়নি।
তবে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে গত ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদীর অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপনের একটি টুইট পাওয়া যায়। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈন্যদের স্মরণ করছি যাঁদের আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতকে ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল। তাঁদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছে। এই দিনটি তাঁদের বীরত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাঁদের অতুলনীয় চেতনার স্মারক। তাঁদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে চলেছে আমাদের।” তবে সেই টুইটে তিনি বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমানের সংক্রান্ত কোনও শব্দই উল্লেখ করেননি। এমনকি সেখানে তিনি কোনও ছবিই ব্যবহার করেননি।
এর থেকে সন্দেহ তৈরি হয় যে প্ল্যাকার্ড হাতে নরেন্দ্র মোদীর তরফে বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপনের ভাইরাল ছবিটি এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হতেও পারে। তবে বিষয়টি সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হতে এরপর আমরা ভাইরাল ভিডিওটিকে Hive Moderation নামক এআই যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি। ওয়েবসাইটি ৯৮.৮ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
এর থেকে প্রমাণ হয় যে, বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জ্ঞাপন দাবিতে শেয়ার করা হচ্ছে এআই দিয়ে তৈরি ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটি এইআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।