চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে ভারতের দাপুটে জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যাঙ্গারু বাহিনী। আর ম্যাচের পরদিনই ওয়ান-ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অজি তারকা স্টিভ স্মিথ। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রফি সংক্রান্ত বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের করা তথাকথিত একটি মন্তব্য।
একটি ভিডিও-র মাধ্যমে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেরে যাওয়ার পর ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্টিভ স্মিথ। ক্ষোভের সুরে আইসিসি-কে সরাসরি রোহিতদের কাপ দিয়ে দেওয়ার কথা বলেছেন স্মিথ। আইসিসি ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে কোহলিদের বাড়তি সুবিধা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “খেলার কি দরকার ভারতকে কাপ দিয়ে দিলেই হয়! হারের পর ম্যাচ উপস্থাপকের প্রশ্নে এ*কি বল্লো স্টিভ স্মিথ।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, স্টিভ স্মিথ এমন কোনও মন্তব্যই করেননি, পুরোটাই মনগড়া। উপরন্তু তিনি ঠিক উল্টো মন্তব্য করেছেন।
কীভাবে জানা গেল সত্য?
ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল শেষে ক্রিকেট উপস্থাপক তথা কমেন্টেটর হার্শা ভোগলেকে দেওয়া অজি অধিনায়ক স্টিভ স্মিথের সাক্ষাৎকারের একটি স্ক্রিনশট শেয়ার করে সেখানে দাবি করা হয়েছে, স্মিথ ম্যাচ হারার পর হার্শার প্রশ্নের উত্তরে আইসিসি-র বিরুদ্ধে রোহিতদের অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। কারণ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ায় ভারতের সব ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে।
এই সূত্র ধরে একাধিক কিওয়ার্ড সার্চ করলে আমরা গতকাল অর্থাৎ ৪ মার্চ আইসিসি-র অফিশিয়াল ফেসবুক পেজে হার্শা ভোগলেকে দেওয়া অজি অধিনায়ক স্টিভ স্মিথের পুরো সাক্ষাৎকারটি খুঁজে পাই। সেখানে স্মিথকে পিচ, নিজের দলের বোলারদের প্রশংসা এবং ২৮০ বা তার বেশি রান করলে ম্যাচের ফল অন্য রকম হতো বলে মন্তব্য করতে শোনা গেছে। কিন্তু সাক্ষাৎকারটির কোথাও তাঁকে আইসিসি-র বিরুদ্ধে দুবাইয়ের একই মাঠে ভারতের সব ম্যাচ আয়োজন করা নিয়ে কোনও অভিযোগ জানাতে দেখা যায়নি।
এরপর এই সংক্রান্ত পরবর্তী সার্চ করলে ৪ মার্চ ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে গোটা টুর্নামেন্ট পাকিস্তানে খেলা হলেও ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলে কোনও বাড়তি সুবিধা পেয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে স্টিভ স্মিথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না, আমি সেটা মনে করি না।” পাশাপাশি তিনি আরও জানান, “ভারত এখানে অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে। এখানকার পিচ তাদের স্পিনারদের এবং সিমারদের (যেমন মহম্মদ সামি) উইকেট পাওয়ার জন্য উপযুক্ত ছিল। ওরা ভালো খেলেছে, সব বিভাগেই আমাদের ছাপিয়ে গেছে এবং যোগ্য হিসাবেই জয়ী হয়েছে।"
এর থেকে প্রমাণ হয় যে সব ম্যাচ দুবাইয়ে খেলে অতিরিক্ত সুবিধা পাওয়ার অভিযোগ তুলে আইসিসি-কে সরাসরি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া সংক্রান্ত কোনও মন্তব্যই করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।
ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলে অতিরিক্ত সুবিধা পাওয়ার অভিযোগে আইসিসি-কে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে তুলে দিতে বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।
স্মিথ এমন কোনও মন্তব্য করেননি। উল্টে তিনি বলেছেন, এই ধরনের বক্তব্যের সঙ্গে তিনি একেবারেই একমত না।