Advertisement

ফ্যাক্ট চেক: নতুন বছরে ৫,০০০ টাকার নোট চালু করার কথা ঘোষণা করেছে RBI? ছড়াল ভুয়ো খবর

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ৫০০০ টাকার নোট চালু করার কোনও ঘোষণাই করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর কলকাতা অফিসের তরফে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 04 Jan 2025,
  • अपडेटेड 9:52 AM IST

২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই সময় ৫০০ টাকার নতুন নোট চালু করা হলেও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ১০০০ টাকার নোট। তার পরিবর্তে বাজারে আসে ২০০০ টাকার বড় নোট। কিন্তু ২০২৩ সালে সেই ২০০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে এই মুহূর্তে ভারতীয় বাজারে সর্বোচ্চ মূল্যের নোট হল ৫০০ টাকা।

আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, নতুন বছরে ৫০০০ টাকার নোট চালু করার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ৫০০০ টাকা লেখা একটি নোটের ছবি শেয়ার করে লিখেছেন, “৫০০০ টাকার নোট আসছে বাজারে... নতুন বছরে 'বড়' ঘোষণা করে দিল আরবিআই..!  কী বলছে RBI..? বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট হল ৫০০ টাকা। ২০০০ টাকার নোট বাতিলের পর থেকেই এই নিয়ে সমস্যা বেড়েছে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে। যে কারণে, সরকার উচ্চ মূল্যের নোট চালু করার ভাবনা-চিন্তা করেছে।” (সব বানান অপরিবর্তিত।)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ৫০০০ টাকার নোট চালু করার কোনও ঘোষণাই করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর কলকাতা অফিসের তরফে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আরও পড়ুন

কীভাবে জানা গেল সত্য?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি সম্প্রতি ৫০০০ টাকার নোট চালু করার ঘোষণা করে থাকে তাহলে সেই সংক্রান্ত তথ্য বা বিজ্ঞপ্তি অবশ্যই আরবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কিন্তু এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চে আরবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে এমন কোনও তথ্য বা বিজ্ঞপ্তি আমরা খুঁজে পাইনি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়।

Advertisement

তবে ২০২৫ সালের ১ জানুয়ারি আরবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে আমরা সর্বশেষ নোট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেখতে পাই। সেই বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে বাজার থেকে কত পরিমাণ ২০০০ টাকার নোট ফেরত পাওয়া গিয়েছে, তা উল্লেখ করা হয়েছে। আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজারে থাকা ৯৮.১২ শতাংশ ২০০০ নোটই ব্যাঙ্কে জমা পড়েছে। তবে এখনও বাজারে ৬ হাজার ৬৯১ কোটি মূল্যের ২ হাজার টাকার নোট পড়ে রয়েছে। তবে সেখানে কোথাও ৫০০০ টাকার নোট সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি।

এরপর এই সংক্রান্ত সার্চে আমরা ২০১৪ সালের ১৩ অক্টোবর NDTV Profit-এর একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে উল্লেখ করা হয়েছে, “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ৫,০০০ টাকার নোট বাজারে আনার পরিকল্পনার খবরটি সম্পূর্ণ ভুয়ো। আরবিআইয়ের মুখপাত্র এনডিটিভিকে বলেন, এরকম কোনও পরিকল্পনা নেই। আমরা জানি না কীভাবে এই ভুয়ো খবরটি ছড়িয়ে পড়েছে।"

এরপর আমরা ২০১৬ সালের ২৮ মার্চ ভারতীয় সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে ৫০০০ টাকার নোট চালু করা সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাই। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে ভারতের অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, সরকারের ৫,০০০ এবং ১০,০০০ টাকার নোট চালু করার কোনও পরিকল্পনা নেই।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ৫,০০০ টাকার নোট চালু করার কোনও ঘোষণা করা হয়েছে কিনা সে বিষয়ে জানতে আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা অফিসে যোগাযোগ করি। তখন আরবিআই-এর এক নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক আমাদের জানান, “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ৫,০০০ টাকার নোট চালু করার কোনও ঘোষণা করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটা নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে।”

এর থেকে প্রমাণ হয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০০ টাকার নোট চালু করার কোনও ঘোষণা করেনি। আরবিআই-এর নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

Fact Check

Claim

নতুন বছরে ৫০০০ টাকার নোট চালু করার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Conclusion

৫০০০ টাকার নোট চালু করার কোনও ঘোষণাই করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বিষয়ে নানা মাধ্যমে ও সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই সাফাই দেওয়া হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement