ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে সম্প্রতি মুর্শিদাবাদ হিংসার অবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে মাথা ন্যাড়া এবং গায়ে গেরুয়া পোশাক পরিহিত এক ব্যক্তি-সহ বেশকিছু মানুষ হাতে ব্যানার নিয়ে পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন। পাশাপাশি তাদেরকে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষার দাবিতে পথে নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে, পথে নেমে আন্দোলন করছন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দুদের হৃদয় সম্রাট শ্রী যোগী আদিত্যনাথ জী।” (বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর ব্যক্তিটিকে অনেকটা উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর মতো দেখতে হলেও তিনি যোগী আদিত্যনাথ নয়। বরং তিনি ইন্দোরের বাসিন্দা যোগী বিজেন্দ্রনাথ।
কীভাবে জানা গেল সত্য?
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপরে হওয়া হিংসার ঘটনা নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে একাধিকবার আক্রমণ করতে দেখা গেছে। তবে যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতা পশ্চিমবঙ্গের হিন্দুদের সুরক্ষার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হতো। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।
তাই এরপর ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১৯ এপ্রিল একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ এই বিক্ষোভের আরও একটি ভিডিও পাওয়া যায়। দ্বিতীয় ভিডিওটিতে আমরা ভাইরাল ভিডিওতে থাকা একই ব্যক্তিদের দেখতে পাই। পাশাপাশি সেখানে তাদের সঙ্গে থাকা গায়ে গেরুয়া পোশাক পরিহিত এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো দেখতে ন্যাড়া ব্যক্তিটিকেও পরিস্কারভাবে দেখা যায়। এরপর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে ওই ব্যক্তির ছবি পাশাপাশি রেখে তুলনা করলে এটি স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ভিডিওর ওই ন্যাড়া মাথার সন্ন্যাসীটি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়।
পাশাপাশি, উক্ত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রাপ্ত ভিডিওতে ব্যবহৃত ব্যানারগুলি থেকে জানা যায় যে, ‘ছত্রপতি শিবাজি সেনা’ নামক একটি সংগঠনের তরফে ওই বিক্ষোভ কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল। এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে ‘ছত্রপতি শিবাজি সেনা’ নামক উত্তর প্রদেশ ভিত্তিক ওই সংগঠনের ফেসবুক পেজটি পাওয়া যায়। এরপর সেই পেজে প্রাপ্ত নম্বরের সূত্র ধরে আমরা সংগঠনটির প্রধান অর্চিত আর্যর সঙ্গে যোগাযোগ করি।
তিনি আমাদের স্পষ্টভাবে জানান যে, “ভাইরাল দাবিটি সঠিক নয়। ভিডিওতে যে ব্যক্তিকে যোগী আদিত্যনাথ বলে উল্লেখ করা হচ্ছে তিনি মোটেও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়। বরং তাঁর আসল নাম যোগী বিজেন্দ্রনাথ এবং তিনি মধ্য প্রদেশের ইন্দোরের বসিন্দা। আসলে ভিডিওটি গত ১৮ এপ্রিল দিল্লির বঙ্গ ভবনের সামনে তোলা হয়েছিল। ওই দিন সম্প্রতি পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর হওয়া হিংসার বিরুদ্ধে ‘ছত্রপতি শিবাজি সেনা’র তরফে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সংগঠনের একজন সদস্য হিসাবে সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন যোগী বিজেন্দ্রনাথ।”
পাশাপাশি অর্চিত তাঁর ফেসবুক প্রোফাইল থেকে করা এই গোটা বিক্ষভের লাইভ ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেন। সেখানেও আমরা যোগী বিজেন্দ্রনাথকে স্পষ্টভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। এখানে উল্লেখ্য যোগী বিজেন্দ্রনাথ সম্পর্কে আরও জানতে এই সংক্রান্ত অনুসন্ধান চালালে আমরা জানতে পারি, তিনি একজন বিজেপি সমর্থক এবং ভক্তদের কাছে নকল যোগী আদিত্যনাথ হিসাবে যথেষ্ট বিখ্যাত। এমনকি বিভিন্ন সময় বিজেপির হয়ে তাঁকে ভোট প্রচারে অংশ নিতেও দেখা গেছে। পাশাপাশি বিজেন্দ্রনাথের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও আমরা এইসব তথ্য জানতে পারি।
এর থেকে প্রমাণ হয় যে, পশ্চিমবঙ্গের হিন্দুদের সুরক্ষার দাবিতে পথে নেমে বিক্ষোভকারী ব্যক্তিটি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষার দাবিতে পথে নেমে বিক্ষোভ করছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ভাইরাল ভিডিওর ব্যক্তিটিকে অনেকটা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো দেখতে হলেও তিনি যোগী আদিত্যনাথ নয়। বরং তিনি ইন্দোরের বাসিন্দা যোগী বিজেন্দ্রনাথ।