অনেক বছর হল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বর্তমানে তিনি ফুলটাইম রাজনীতিবিদ। বিভিন্ন সময় নিজের ক্রীড়া, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের কারণে খবরের শিরোনামে থাকেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক।
তবে সম্প্রতি নিজের ধর্ম পরিবর্তন করা নিয়ে ফের একবার সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছেন মহম্মদ আজহারউদ্দিন। একাধিক পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তরফে দাবি করা হয়েছে যে, স্ত্রী ও পুত্র-সহ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী আজহারউদ্দিন ও তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গীতা বিজলানির একটি ছবি ভিডিয়ো আকারে পোস্ট করে তার উপরে লিখেছেন, “মহম্মদ আজহারউদ্দিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশিতে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে ফিরে আসেন। হর হর মহাদেব”
অপর এক ফেসবুক ব্যবহারকারী নিজের ওয়ালে লিখেছেন, “শোনা যাচ্ছে ভারতের সাবেক ক্রিকেটার মহম্মদ আজাহারউদ্দিন ও তার পরিবার কাশিতে গিয়ে বৈদিক মন্ত্রের মাধ্যমে হিন্দু সনাতনী ধর্ম গ্রহন করেছেন হর হর মহাদেব।” (সব ক্যাপশনের বানান অপরিবর্তিত।) এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন নয়। বরং ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিন নামক অপর এক ব্যক্তি ও তাঁর পরিবার।
কীভাবে জানা গেল সত্য?
ভারতীয় ক্রিকেট তথা রাজনীতিতে মহম্মদ আজহারউদ্দিন একটা বড় নাম। বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে তাঁর নাম জড়িয়েছে। প্রতিবারই সেই সব বিতর্ক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। আর তাঁর মতো ব্যক্তি যদি নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন তাহলে সেই সংক্রান্ত খবর তাহলে সেই সংক্রান্ত খবর অবশ্যই রাজ্য তথা জতীয় গণমাধ্যমগুলিতে প্রকাশিত হত। কিন্তু আমরা আমাদের কিওয়ার্ড সার্চে এই সংক্রান্ত কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।
তবে ভাইরাল পোস্টের ক্যাপশন থেকে আমরা একটি সূত্র পাই। যেখানে লেখা হয়েছে তথাকথিত মহম্মদ আজহারউদ্দিন উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার বাসিন্দা। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন হায়দ্রাবাদের বাসিন্দা। সেই সূত্র ধরে আমরা পুনরায় কিওয়ার্ড সার্চ করলে গত ১ জুলাই এবিপি নিউজের একটি প্রতিবেদন দেখতে পাই।
সেখানে উল্লেখ করা হয়েছে, উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিন নামক এক ব্যক্তি তার স্ত্রী ও পুত্র-সহ ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করেন। বারাণসীর ভোজবীরে অবস্থিত আর্য সমাজ মন্দিরে বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে তাদের এই ধর্ম পরিবর্তন করানো হয়। এদিন ধর্ম পরিবর্তনের পর মহম্মদ আজহারউদ্দিনের নাম ডাব্লু সিং, তার স্ত্রীর নাম রিজওয়ানা থেকে গুদিয়া সিং এবং ছেলের নাম মোহাম্মদ রাজ থেকে রাজ সিং রাখা হয়।
আমরা এই একই তথ্য খুজে পাই গত ২ জুলাই পাঞ্জাব কেশরীর একটি প্রতিবেদনেও। এবিপি নিউজ ও পঞ্জাব কেশরীর উভয় প্রতিবেদনে মহম্মদ আজহারউদ্দিন এবং তার পরিূবারের সদস্যদের ধর্ম পরিবর্তন করার সময়ের ছবিও ব্যবহার করা হয়েছে। সেই ছবির কোথাও ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের কোনও উপস্থিতি নেই।
এর থেকে প্রমাণ হয় যে, উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিন নামক অপর এক ব্যক্তির ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করার সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের সম্পর্ক যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার করা হচ্ছে।
স্ত্রী ও পুত্র-সহ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন নয়। বরং ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিন নামক অপর এক ব্যক্তি ও তার পরিবার।