Advertisement

ফ্য়াক্ট চেক: SC, ST এবং OBC সংরক্ষণ শেষ করার হুমকি শাহের! না, ভিডিওটি আসলে সম্পাদিত

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে একাধিক ব্যবহারকারী লিখেছেন, "SC,ST এবং OBC মানুষদের রিজার্ভেশন শেষ করে দেব প্রকাশ্য সভায় আদিবাসী ও ওবিসিদের হুংকার। আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়কে ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি।"

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 29 Apr 2024,
  • अपडेटेड 5:52 PM IST

গ্রীষ্মের দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। লোকসভা নির্বাচনের দু'দফা ভোটগ্রহণের পর কারা এগিয়ে, কারাই বা পিছিয়ে, এই নিয়ে আলোচনা ও জল্পনার অন্ত নেই। সর্বশক্তি দিয়ে প্রচার করছেন সব দলের নেতা-নেত্রীরা। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে।

ভিডিওটিকে অমিত শাহকে বলতে শোনা যাচ্ছে, "যদি ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়, তাহলে আমরা অসাংবিধানিক এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণ বাতিল করে দেব।"

এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে একাধিক ব্যবহারকারী লিখেছেন, "SC, ST এবং OBC মানুষদের রিজার্ভেশন শেষ করে দেব প্রকাশ্য সভায় আদিবাসী ও ওবিসিদের হুংকার। আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়কে ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি।" এই ভিডিওটির আর্কাইভ এখানে দেখা যাবে। 

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখছে যে, ভাইরাল দাবিটি সম্পাদিত। আসল ভিডিওটি তেলেঙ্গানার একটি পুরনো সভার যখন অমিত শাহ ঘোষণা করেছিলেন যে যদি রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়, তবে সেখানে মুসলমানদের জন্য সংরক্ষণ বাতিল করা হবে।

কীভাবে জানা গেল সত্যি

কিওয়ার্ড সার্চের সাহায্যে এই বিষয়ে খোঁজার পর আমরা ২০২৩ সালের ২৪ এপ্রিল NDTV-এর YouTube চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও পাই। সেই ভিডিও-র ক্যাপশনে লেখা ছিল, “তেলেঙ্গানায় মুসলিম রিজার্ভেশন শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।” এছাড়াও, নীচে তথ্য দেওয়া হয়েছে যে, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হায়দরাবাদের কাছে চেভেল্লায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় ধর্ম-ভিত্তিক সংরক্ষণের সমালোচনা করে এটিকে "অসাংবিধানিক" বলে অভিহিত করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে বিজেপি সরকার গঠন করলে তেলঙ্গানায় মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিল করা হবে।”

এই ভিডিওটি ভালভাবে লক্ষ্য করলে দেখা যাবে, এখানে মঞ্চের নকশা এবং পিছনের রং ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যাচ্ছে। এ বাদে উভয় ক্ষেত্রেই অমিত শাহ তাঁর গলায় একই রং এবং ডিজাইনের কাপড় পরেছেন।

Advertisement

এরপর আমরা অমিত শাহের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক বছর আগে অনুষ্ঠিত এই সভার ভিডিওটিও খুঁজে পাই। ২০২৩ সালের ২৩ এপ্রিল অমিত শাহের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছিল। ভিডিওটির ১৪ মিনিট ৩০ সেকেন্ডের অংশে দেখা যাবে, সেখানে তিনি তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ শেষ করার কথা বলছেন না। বরং মুসলিমদের দেওয়া চার শতাংশ সংরক্ষণ শেষ করার কথা
বলেছেন। 

একই সঙ্গে ভাইরাল দাবির বিপরীতে, তিনি এখানে সংরক্ষণ বাতিল করার এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিকে এর সুবিধা দেওয়ার কথা বলেছিলেন। ২৫ এপ্রিল তেলঙ্গানার সিদ্দিপেটে অনুষ্ঠিত বিজেপির সমাবেশে তিনি মুসলিম সংরক্ষণ বাতিলের ঘোষণাও করেছিলেন। 

প্রসঙ্গত, তেলেঙ্গানার মুসলিমরা অন্যান্য অনগ্রসর শ্রেণীর অধীনে শিক্ষা ও চাকরিতে চার শতাংশ সংরক্ষণের সুবিধা পায়। এই সংরক্ষণ ওবিসিদের বর্তমান কোটার থেকে দেওয়ার বদলে বিসি-ই নামে ওবিসিদের একটি পৃথক বিভাগের অধীনে দেওয়া হয়। সুতরাং, এটা স্পষ্ট যে অমিত শাহের একটি পুরনো ভিডিওতে কারসাজি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। 
 

Fact Check

Claim

অমিত শাহ তাঁর ভাষণে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শেষ করার কথা বলেছেন।

Conclusion

এই ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। আসল ভিডিওটি এক বছর আগে অনুষ্ঠিত একটি জনসভার যেখানে অমিত শাহ তেলেঙ্গানায় মুসলিমদের জন্য সংরক্ষণ শেষ করার কথা বলেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement