বিমানযাত্রীদের ধস্তাধস্তি নিয়ে এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নরেন্দ্র কুমার নামক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি
ফেসবুকে পোস্ট করেছেন এবং দাবি করা হচ্ছে যে এটা ইজিপ্ট এয়ার বিমানের এক দৃশ্য। এই ভিডিওতে এক পুরুষ প্যাসেঞ্জারকে এক মহিলাকে চুল ধরে টেনে ঘুষি মারতে দেখা যাচ্ছে। ক্যাপ্শনে ইংরেজিতে লেখা আছে, "আপনি কি কখনো ইজিপ্ট এয়ারের কোনো বিমানে চড়েছেন?" পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। আমরা ভিডিওটি কীফ্রেমে ভাগ করার পর, সেই ছবিগুলিকে রিভার্স সার্চ করে ডেইলি মেইল সংবাদমাধ্যমের এক প্রকাশিত খবর খুঁজে পাই। জানা যাচ্ছে এই দৃশ্য ইস্তানবুল বিমানবন্দরের। তুনিসএয়ার নামক এয়ারলাইন সংস্থার বিমান টি.ইউ.২১৬'এ এই ঘটনাটি ঘটেছিলো ১০'ই এপ্রিল। এই খবরের লিংক থেকে জানা যাচ্ছে যে বিমানটি ৫ ঘন্টার ওপর বিলম্বিত থাকে এই ঘটনার জন্য।
এছাড়া আমরা অন্যান্য সংবাদমাধ্যমেও এই খবর খুঁজে পেয়েছি। সেই লিংক আপনারা দেখতে পাবেন এখানে, এখা
এসব থেকে বোঝা যাচ্ছে যে এই ভিডিওর ইজিপ্ট এয়ারের কোনো যোগ নেই।
এই ভিডিওটি ইজিপ্ট এয়ারের এক বিমানের দৃশ্য
এই ভাইরাল ভিডিওটি তুনিসএয়ার এয়ারলাইনের বিমানের ঘটনা এবং এটার সাথে ইজিপ্ট এয়ারের কোনো যোগ নেই।