Advertisement

ফ্যাক্ট চেক: প্রথম স্যানিটারি প্যাডের উদ্ভাবক ম্যারি কেনার নয়, তাঁকে কৃতিত্ব দেওয়া হয় অন্য কারণে

স্যানিটারি প্যাডের আবিষ্কার ম্যারি কেনার করেননি। 

স্যানিটারি প্যাডের আবিষ্কার ম্যারি কেনার করেননি। স্যানিটারি প্যাডের আবিষ্কার ম্যারি কেনার করেননি। 
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 17 Oct 2022,
  • अपडेटेड 8:51 PM IST

 সম্প্রতি ইনস্টাগ্রাম স্যানিটারি প্যাড সম্পর্কিত একটি গ্রাফিক বেশ ভাইরাল হতে দেখা যাচ্ছে। এই গ্রাফিকে দুটি স্যানিটারি প্যাডের ছবির পাশে একজন মহিলার ছবি দেখা যাচ্ছে।

এই পোস্টটিতে লেখা হয়েছে, "এই বিখ্যাত মহিলা হলেন মেরি বিট্রিস কেনার, ইনি-ই মহিলাদের জন্য স্যানিটারি প্যাড আবিষ্কার করেছিলেন, তাঁর  উদ্ভাবন আজ কোটি কোটি নারীদের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করেছে।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি বিভ্রান্তিকর। কারণ স্যানিটারি প্যাডের আবিষ্কার ম্যারি কেনার করেননি। 

আরও পড়ুন

আফয়া অনুসন্ধান

ছবিটিকে গুগল রিভার্স ইমেজ অনুসন্ধান করে দেখা যায় যে ছবিতে থাকা মহিলাটি প্রকৃতপক্ষে আবিষ্কারক মেরি বিট্রিস ডেভিডসন কেনার। কিন্তু তিনি কি আদৌ স্যানিটারি প্যাড আবিষ্কার করেছিলেন?

কিওয়ার্ড সার্চের মাধ্যমে আধুনিক স্যানিটারি প্যাডের উদ্ভাবন সম্পর্কে খোঁজ নিতে গিয়ে একটি স্বাস্থ্য সম্পর্কিত এনসাইক্লোপিডিয়া ধর্মী ওয়েবসাইট থেকে জানতে পারি যে, উনিশ শতকের শেষ অবধি, বিশ্বব্যাপী বেশিরভাগ মহিলারা ঋতু্স্রাবের সময় ঘরে তৈরি কাপড়ের ন্যাপকিন ব্যবহার করতেন।

মিউজিয়াম অব মেন্সট্রুয়েশনের মতে, প্রথম আধুনিক একবার ব্যবহারযোগ্য প্যাড ১৮০০-এর দশকের শেষের দিকে উদ্ভাবিত হয়েছিল এবং ১৯২০ সালের মধ্যেই ইউরোপ এবং উত্তর আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৯০ সাল থেকেই মার্কিন মুকুলে স্যানিটারি প্যাডে ব্যবহার্য বেল্টের প্রচারও শুরু হয়ে গিয়েছিল। 

পক্ষান্তরে, ম্যারি কেনারের জন্মই হয়েছিল ১৯১২ সালে, অর্থাৎ আধুনিক প্যাড অবিষ্কার হয়ে যাওয়ার বেশ কয়েক বছর পর। আসলে কেনার ১৯৫৪ সালে স্যানিটারি বেল্টের একটি অত্যাধুনিক সংস্করণ পেটেন্ট করেছিলেন। তিনি তার আবেদনপত্রে স্পষ্টভাবে লেখেন যে "এই উদ্ভাবন স্যানিটারি বেল্টের উন্নতির সঙ্গে সম্পর্কিত।" 

নিউ ইর্য়ক টাইমস-এর একটি প্রতিবেদনে লেখা হয়, ম্যারি কেনার নিজের এই উন্নত সংস্করণে সর্বপ্রথম কোনও স্যানিটারি প্যাডে আঠার ব্যবহার করেছিলেন। এই একটি কাজে অনেকগুলি সুবিধা হয়েছিল। প্রথমত, প্যাড নিজের জায়গা থেকে সরে যেত না। দ্বিতীয়ত, আগে প্যাড অবিন্যস্ত অবস্থায় থাকার কারণে আগে মহিলাদের যে রকমের শারীরির বিড়ম্বমা বা রোগ-জ্বালা পোহাতে হতো, তাও ধীরে ধীরে কম হতে লাগল। এরপর ১৯৭০ সাল নাগাদ বেল্টের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

Advertisement

অর্থাৎ, সর্বপ্রথম ম্যারি কেনারই যে স্যানিটারি প্যাডের আবিষ্কার করেন এ কথা যে পূর্ণাঙ্গ সত্যি নয়, তা এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে।

Fact Check

Claim

ছবিতে থাকা মহিলার নাম ম্যারি কেনার, তিনি সবার প্রথম স্যানিটারি প্যাড আবিষ্কার করেছিলেন।

Conclusion

ম্যারি কেনার প্যাডের সুবিধাজনক ব্যবহারের জন্য বিশেষ ধরনের বেল্টের উদ্ভাবন করেন ১৯৫৪ সালে। আধুনিক প্যাডের ব্যবহার উনিশ শতকের (১৮০০ সন) শেষের দিকে শুরু হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement