Advertisement

ফ্যাক্ট চেক: টেস্ট সিরিজে পর্যুদস্ত পাকিস্তানকে নিয়ে কোনও বিরূপ মন্তব্য় করেননি অ্যাডাম গিলক্রিস্ট

একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে যেখানে গিলক্রিস্টকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে খারাপ এশিয়ান দল পাকিস্তান।-অ্যাডাম গিলক্রিস্ট।"

fact checkfact check
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 16 Jan 2024,
  • अपडेटेड 10:44 AM IST

সম্প্রতি অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট ম্যাচের একটি সিরিজ খেলতে সফরে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেট দল। তিনটি টেস্টেই পর্যুদস্ত হয়ে ক্যাঙারুদের মাটি ছাড়তে হয়েছিল বাবর আজমদের। তারপর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডম গিলক্রিস্টের একটি তথাকথিত মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। 

একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে যেখানে গিলক্রিস্টকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে খারাপ এশিয়ান দল পাকিস্তান।-অ্যাডাম গিলক্রিস্ট।"

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল হওয়া ফটোকার্ডের উক্তিটি সম্পূর্ণভাবে মিথ্যা ও মনগড়া। গিলক্রিস্ট এমন কোনও মন্তব্য করেননি। 

আরও পড়ুন

কীভাবে জানা গেল সত্যি 

যদি গিলক্রিস্ট বাস্তবেই পাকিস্তানি ক্রিকেট দলকে নিয়ে এমন কোনও বিস্ফোরক মন্তব্য করে থাকতেন, তবে মূলধারার সংবাদমাধ্যম, বা ন্যূনতম পক্ষে অজি সংবাদ মাধ্যমও এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করত। 

কিন্তু একাধিকবার কিওয়ার্ড সার্চ সত্ত্বেও আমরা এমন কোনও নিউজ রিপোর্ট পাইনি যেখানে অ্যাডাম গিলক্রিস্টকে উদ্ধৃত করে এমন উক্তির কথা লেখা হয়। 

এরপর আরেকদফা সার্চ করে দেখা যায় যে অ্যাডাম গিলক্রিস্ট নিজে, নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন যে তিনি এমন কোনও উক্তি করেননি এবং এই পুরো উদ্ধৃতি মনগড়া। 

গত ১১ জানুয়ারি গিলক্রিস্ট একটি ফটোকার্ড পোস্ট করেন যেখানে গিলক্রিস্টকে উদ্ধৃত করে লেখা ছিল, "অস্ট্রেলিয়ার পরিবেশে পাকিস্তানই হল এশিয়া মহাদেশের নিকৃষ্টতম দল। শেষ ৩৫ বছরে এখানে ওরা কী-ই বা জিতেছে।" 

সেই ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে গিলক্রিস্ট লেখেন, "আমি কোনও দিন এরকম কিছু বলিনি। পুরোপুরি মিথ্যে। এই গ্রীষ্মে পাকিস্তানও মাঝে-মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলেছে এবং এক-দুটো টেস্ট তারা জিতেই যাচ্ছিল।"

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুরোপুরি মনগড়া ও বানানো একটি মন্তব্যকে গিলক্রিস্টের নামে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

 

Fact Check

Claim

প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন যে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর দেখা সবচেয়ে বাজে এশিয়ার দল হল পাকিস্তান। ৌ

Conclusion

গিলক্রিস্ট এমন কোনও মন্তব্য করেননি। তিনি নিজেই একথা জানিয়েছেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement